প্রধানমন্ত্রী নির্দেশনায় সংসদ ভবনের সংস্কার ও নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী নির্দেশনায় সংসদ ভবনের সংস্কার ও নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান - স্পীকার
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২



---

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২২ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংসদ ভবনের বিভিন্ন প্রয়োজনীয় স্থাপনার সংস্কার ও নতুন ভবন নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আন্তরিক৷ সকলের প্রচেষ্টায় খুব অল্প সময়ে জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য ডরমিটরি ভবন ২টি নির্মাণ সম্ভব হয়েছে যা আনন্দের। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পীকার।

আজ জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য রাজধানীর খামাড়বাড়িতে নবনির্মিত ডরমিটরি ১,২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মোঃ শামসুল হক টুকু এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে  স্পীকার ফিতা কেটে নবনির্মিত ডরমিটরির শুভ উদ্বোধন করেন।

স্পীকার বলেন, বাংলাদেশ জনবহুল দেশ বিধায় বসবাসের জন্য জায়গার সুষ্ঠু ব্যবহার খুবই জরুরি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছেন, যা বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। যারা সংসদ নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন, তাদের জন্য এরূপ ডরমিটরি ভবন নির্মাণ খুবই প্রেরণাদায়ক। তারা এখন উৎসাহ নিয়ে দ্বিগুণ উদ্যমে দায়িত্ব পালন করতে পারবেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এ এস) মোঃ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল্লাহ খন্দকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মোঃ সাইফুজ্জামান এমপি, নাহিদ ইজাহার খান এমপি, নার্গিস রহমান এমপি প্রমুখ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১১   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ