কমেছে কাঁচামরিচের দাম, চড়া মাছের বাজার

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » কমেছে কাঁচামরিচের দাম, চড়া মাছের বাজার
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২



---

সপ্তাহে ব্যবধানে বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমেছে। নিত্যপণ্যটির দাম ১২০ টাকা থেকে কমে ৮০ টাকায় নেমে এসেছে। পাশপাশি সব ধরনের সবজির দামও ক্রেতাদের স্বস্তি মিলেছে। এদিকে ডিম, মুরগি ও গরুর মাংসের বাজার স্থিতিশীল থাকলেও চড়া মাছের বাজার।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট সরেজমিনে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই নিম্নমুখী। পটোল প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিদরে। বেগুনের দাম কেজিপ্রতি ২০ টাকা কমে ৮০ টাকা। এ ছাড়া প্রতি কেজি বরবটি ৭০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, শিম ১৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মুলা ৭০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, টমেটো ১০০ টাকা, শজনে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম কমে এসেছে। গত সপ্তাহে ১২০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচামরিচ আজ কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে আলু ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি রসুন ৪০ থেকে ৪৫ টাকা ও আদা ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারও স্থিতিশীল। প্রতি ডজন লাল ডিম ১১৫ টাকা, সাদা ডিম ১১০ টাকা, দেশি মুরগির ডিম ১৮০ টাকা এবং হাঁসের ডিম ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে প্রতি কেজি দেশি মুরগির দাম ৪৮০ টাকা, সোনালি মুরগির দাম ২৮০ টাকা, ব্রয়লার ১৭৫ থেকে ১৮০ টাকা। এ ছাড়া বাজারে খাসির মাংস কেজিপ্রতি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।

এদিকে মাছের বাজার ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে। প্রতি কেজি ইলিশ মাছের দাম ১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমানে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বোয়াল ৭০০ টাকা, পাবদা ৫০০ টাকা, চিংড়ি ১ হাজার ২০০ টাকা, আইড় মাছ ১ হাজার ২০০ টাকা, কাতল ৩৫০ টাকা, রুই ৩০০ টাকা, পুঁটি ৬৫০ টাকা, শিং ৫০০ টাকা, কই ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘুরে দেখা গেছে, সরকারের নানা পদক্ষেপের প্রভাব পড়েছে চালের বাজারে। কিছুদিন আগেও দাম বাড়াতে সরবরাহ কমিয়ে দিয়েছিলে মিল মালিকরা। এখন তারাই চাল বিক্রি করতে পাইকারি ব্যবসায়ীদের খুঁজের বেড়াচ্ছেন। এমন দাবি করে চাল বিক্রেতারা বলেন, গেল ২ থেকে ৩ দিনে প্রতি কেজি চালের দাম ২ টাকা পর্যন্ত কমেছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৩০   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেচে সহযোগিতা করবে জার্মানি
‘ভোজ্যতেল আমদানি করতে বছরে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়’
কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
কুমিল্লায় রোপা আমনের মাঠে সবুজ হাসি
ইতিহাসের এই দিনে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় ‘সিরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার: শেখ হাসিনা
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বাংলাদেশের পরিস্থিতি অবগত আছি : জাপানের রাষ্ট্রদূত

আর্কাইভ