দুর্গাপূজার এক মাস আগেই পশ্চিমবঙ্গে আনন্দ উৎসব

প্রথম পাতা » আন্তর্জাতিক » দুর্গাপূজার এক মাস আগেই পশ্চিমবঙ্গে আনন্দ উৎসব
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২



---

কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজা ইউনেসকোর আবহমান ঐতিহ্য উৎসবের স্বীকৃতি পাওয়ায় পশ্চিমবঙ্গজুড়ে আনন্দ উৎসব করল মমতা সরকার। বৃহস্পতিবার (৩১ আগস্ট) কলকাতায় হয় বর্ণাঢ্য র‌্যালি।

২০১২ সাল থেকে শুরু করে প্রায় ৮ বছর ধরে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা নিয়ে গবেষণাপত্র তৈরি করেছিলেন কলকাতার গবেষক তপতী গুহঠাকুরতা। সেই গবেষণাপত্রের ওপর ভিত্তি করেই দুর্গাপূজাকে ইউনেসকোর আবহমান ঐতিহ্য উৎসবের তালিকায় যুক্ত করে জাতিসংঘ।

২০২১ সালের ডিসেম্বরে স্বীকৃতি পাওয়ার পর সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এ বছরের দুর্গাপূজার উৎসবকে একমাস আগে থেকে শুরুর পরিকল্পনার কথা জানায়। সেই পরিকল্পনার সূচনা হলো বৃহস্পতিবার বণার্ঢ্য এক শোভাযাত্রার মধ্যদিয়ে।

উত্তর কলকাতার জোড়াসাকো থেকে শুরু হওয়া শোভাযাত্রা প্রায় ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে শেষ হয় রেড রোডে। এই রেড রোডেই হয় দুর্গা পূজার ঐতিহাসিক কার্নিভাল, যা শুরু করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

শোভাযাত্রায় অংশ নেয় কলকাতার বিভিন্ন পূজা কমিটি এবং বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এ ছাড়া বিভিন্ন স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এদিন শোভাযাত্রায় ঢাকের তালে তালে নেচে গেয়ে মাত করেন টালিপাড়ার ব্যস্ততম অভিনেতা-অভিনেত্রীরাও। সামিল হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।

বাংলার এ দুর্গোৎসবকে গত বছর ডিসেম্বরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো বিশ্বের এক ঐতিহ্যবাহী উৎসবের স্বীকৃতি দেয়। ইউনেসকোর এ স্বীকৃতি উদ্‌যাপন করতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ আয়োজন করে।

এই আনন্দ উৎসব ঘিরে কলকাতায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। নিয়োগ করা হয় অন্তত তিন হাজার পুলিশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইউনেসকোর সমর্থন আমাদের অনেক উৎসাহ দিবে। পরবর্তী প্রজন্মকেও এটি উৎসাহিত করবে।

মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, দুর্গাপূজা আজ বিশ্বের মাজারে উঠে এসেছে। ইউনেসকোর আবহমান ঐতিহ্য উৎসবের স্বীকৃতি পেয়েছে দুর্গাপূজা। তাই আমরা কলকাতাবাসী অনেক আনন্দিত।

এবারের দুর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে পহেলা অক্টোবর থেকে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:৪৩   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ