একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মুক্তা

প্রথম পাতা » চট্রগ্রাম » একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মুক্তা
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২



---

ফেনী শহরের জেড ইউ মডেল হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ছাগলনাইয়া মধুগ্রামের ফারজানা আক্তার মুক্তা নামে এক গৃহবধূ।

ডা. রোখসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে ডেলিভারিতে তিন ছেলে ও এক মেয়ের জন্ম হয়। চার সন্তান জন্ম দেয়া এই গৃহবধূ দীর্ঘদিন সাবফার্টিলিটিতে ভুগছিলেন বলে জানান তিনি।

ডা. রোখসানা বর্তমানে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট। এ ছাড়া ফেনীর ডেজ ইউ মডেল হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি।

ডা. রোকসানা বেগম স্বপ্না জানান, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় জন্ম নেয়। পরে ওই চার শিশুকে ফেনীর জেড ইউ মডেল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে। ওজন স্বাভাবিক থাকায় প্রথম জন্ম নেয়া দুই শিশুকে শুক্রবার (২ সেপ্টেম্বর) মায়ের কাছে দেয়া হবে। তবে অন্য দুই নবজাতকের ওজন কম থাকায় আরও কিছুদিন এনআইসিইউতে রাখতে হতে পারে।

চার নবজাতকের বাবা আলমগীর বলেন, বিবাহিত জীবনের ৬ বছরেও কোনো সন্তান না হওয়াতে হতাশার মধ্যে ছিলেন তারা। তবে গত ২ বছর ধরে ডা. রোকসানা বেগম স্বপ্না আমার স্ত্রীকে নিয়মিত চিকিৎসা দিয়ে আসছিলেন। এ জন্য আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার দোয়া কামনা করছি।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এনআইসিইউতে বাচ্চাদের রাখা অনেকটা ব্যয়বহুল। অথচ নবজাতক এই শিশুদের বাবা আলমগীর পেশায় গ্রামের একজন মুদি দোকানদার। তার ওপর চার শিশুর চিকিৎসা ব্যয়। আর তাই এই চার নবজাতকের চিকিৎসার ক্ষেত্রে তারা হাসপাতালের পক্ষ থেকে বিশেষ ছাড় দেবে। পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের প্রতি এই দম্পতির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

ডা. রোকসানা বেগম স্বপ্না আরও বলেন, আমার তত্ত্বাবধানে ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ২০০০ গ্রাম, দ্বিতীয় জনের ২১০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ১৫০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ১৩০০ গ্রাম। এখন পর্যন্ত সব বাচ্চাই ভালো আছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:০৮   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ