কৃষকরা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষকরা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২



---

মাদারীপুরের কৃষকরা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাদের অভিযোগ, প্রতি বছরই পাট চাষে লোকসান গুনতে হচ্ছে। এদিকে ফড়িয়া ব্যবসায়ীদের দাবি, মিল মালিক ও মৌসুমি ব্যবসায়ীদের কারণেই কৃষক পর্যায়ে কমছে পাটের দাম। যদিও কৃষি কর্মকর্তা বলছেন, বাজারদর স্বাভাবিক রাখতে অভিযান চলছে।

মাদারীপুরের কালকিনির ঘুনঘারকুল এলাকার কৃষক পবিত্র কুমার হালদার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পাথুরিয়ারপাড়ের হাটে পাট নিয়ে এসেছেন। কিন্তু পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ তিনি। একই অবস্থা গোপালপুরের কৃষক আকবর আকনেরও। ব্যাংক ঋণ নিয়ে চাষাবাদ করে ফসল ফলানোর পর পাটের দাম কম পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন।

এ বিষয়ে পবিত্র কুমার হালাদার বলেন, কিষানের খরচ বেশি। সেই সঙ্গে অন্যান্য খরচও বেশি। সে তুলনায় এ বছর লোকসান।

আর আকবর আকন বলেন, পাটের মণ ২ হাজার ৫০০ টাকা হাঁকছেন তারা। আমাদের পক্ষে ৪ হাজার টাকার নিচে দেয়া সম্ভব না।

কৃষকদের অভিযোগ, প্রতিবছর সার, কীটনাশক, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বাড়লেও উৎপাদনের পর পাটের ন্যায্যমূল্য পাওয়া যায় না। এ জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

একজন কৃষক বলেন, বড় বড় মিল মালিকরা সিন্ডিকেট করে পাটের বাজার নিয়ন্ত্রণ করে কৃষকের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন। আমি আজ ১ হাজার ৮০০ টাকা দরে পাট বিক্রি করেছি। কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে।

প্রকারভেদে প্রতি মণ পাট ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গত বছরের চেয়েও ৪০০ থেকে ৮০০ টাকা কম। ফড়িয়া ব্যবসায়ীদের দাবি, মিল মালিক ও মৌসুমি ব্যবসায়ীদের কারণেই কৃষক পর্যায়ে পাটের দাম কমছে।

পাট ব্যবসায়ীরা বলেন, মিল পর্যায়ে দাম কম। তারা যে দাম দিচ্ছেন আমরা সে দামেই কিনছি।

এ অবস্থায় মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন জানান, পাটের বাজার ঠিক রাখতে বিভিন্ন দফতরের সহযোগিতায় তদারকি কার্যক্রম চলছে।

তিনি বলেন, চাষিরা যাতে ন্যায্যমূল্য পায়, সে ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করছি। তারা কোথায় কোথায় ভালো দাম পাবেন আমরা তাও তাদের জানিয়ে দেই। আমরা এ বিষয় নিয়ে আরও কাজ করব।

উল্লেখ্য, দেশি, তোষা ও মেস্তা পাট মিলে জেলায় এবার প্রায় ৩৮ হাজার হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৩৬ হাজার হেক্টর জমিতে। আর উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ৬১ হাজার টন।

বাংলাদেশ সময়: ১৩:৫২:০১   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ