পঞ্চগড়ে ১ লাখ ২৬ হাজার মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে ১ লাখ ২৬ হাজার মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছে
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২



---

পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ ৪৩টি ইউনিয়নের এক লাখ ২৬ হাজার নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী প্রদান করা হবে। বুধবার(৩১ আগষ্ট) দুপুরে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সরকারি ছুটির দিন ব্যতীত পাঁচ উপজেলা এবং তিনটি পৌরসভায় ১৭ জন ডিলারের মাধ্যমে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রত্যেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এতে প্রতিদিন ছয় হাজার মানুষ এই সুবিধা পাবে। এছাড়া চতুর্থ ধাপে ওএমএস এর ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য হিসেবে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে দুই দফায় ১০ কেজি চাল কিনতে পারবেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধনকৃত ৫১ হাজার তিন জন নিম্ন আয়ের মানুষ জেলার ৮৮ জন ডিলারের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, জেলায় পর্যাপ্ত চাল মজুত রয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে পুলিশ, আনসার এবং উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন। এ কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:৩১   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ