বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রথম পাতা » খেলা » বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিসংখ্যানে কারা এগিয়ে?
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২



---

বাঁচামরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। দুদলের মুখোমুখি লড়াইয়ের আগে চলুন দেখে নেয়া যাক পরিসংখ্যানে কারা এগিয়ে?

টি-টোয়েন্টিতে বাংলাদেশের তুলনায় বেশ অভিজ্ঞ শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দলটি ১৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জিতেছে ৭০টিতে। অপরদিকে ১৩২ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৪৫টিতে। আবার দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে শ্রীলঙ্কা। দুই দলের ১২ দেখায় ৮ জয় শ্রীলঙ্কার।

অবশ্য হিসাবটা যদি হয় শেষ আট ম্যাচের, তাহলে লড়াইয়ে দুই দল সমানে সমান। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত চারবারের দেখায় সব কটি ম্যাচ টাইগাররা হারলেও পরের সাত বছরে আট দেখায় চারবার জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেয়েছে ২০১৬ সালে ঘরের মাঠে এশিয়া কাপের প্রথম টি-টোয়েন্টি সংস্করণে। এরপর ২০১৭ সালে দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে এক ম্যাচে হারিয়েছিল টাইগাররা। আর ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের চূর্ণবিচূর্ণ করে আসরের দুই দেখাতেই জয় তুলে নিয়েছিল সাকিবরা।

সে সবই সুখস্মৃতি। কারণ, দুই দলের সবশেষ দেখায় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনভিজ্ঞ শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। কুশাল পেরেরা ও দুষ্মন্থ চামিরাকে বাদ দিয়ে সে একই দলের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) লড়াইয়ে নামছে সাকিব বাহিনী।

এ ম্যাচের আগে অবশ্য এগিয়ে রাখা যায় বাংলাদেশকেই। আফগানিস্তানের বিপক্ষে হেরে দুদলই এখন খাদের কিনারায়। তবে লঙ্কানদের যত সহজে গুঁড়িয়ে দিয়েছে আফগানরা, তত সহজে হারাতে পারেনি বাংলাদেশকে। আসালাঙ্কাদের ১০৫ রানে গুঁড়িয়ে দেয়ার পর, মাত্র ১০.১ ওভার মোকাবিলায় ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল মোহাম্মদ নবির দল। বিপরীতে বাংলাদেশের দেয়া ১২৮ রান মোকাবিলা করতে আফগানদের অপেক্ষা করতে হয়েছে ১৮.৩ ওভার পর্যন্ত।

সামর্থ্যের হিসাবে তাই এগিয়ে রাখা যায় টাইগারদেরই। তার ওপর লিটন-সোহানরা না থাকলেও শ্রীলঙ্কার বর্তমান দলটা অনভিজ্ঞ সাকিবদের তুলনায়। বাংলাদেশের অভিজ্ঞতাকে সমীহ করছেন লঙ্কান স্পিন কোচ পিয়াল উইজেতুঙ্গেও। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশের অভিজ্ঞতা অবশ্যই বড় ব্যাপার। আপনারা জানেন, বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। তাদের অনেকে একশ’-দেড়শ’ ম্যাচ খেলেছে। এটা বাংলাদেশ দলের জন্য বড় সুবিধা।’

তবে টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা বা পরিসংখ্যান কথা বলে না। এখানে ছোট দলও অঘটন ঘটিয়ে ফেলতে পারে। সেখানে লঙ্কানরা তো বেশ পরিপক্বই। দিনশেষে ব্যাটে-বলে মাঠে যারা আধিপত্য ধরে রাখতে পারবে, ফল কথা বলবে তাদের পক্ষেই।

বাংলাদেশ সময়: ১৩:০০:৫২   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ