মাঙ্কিপক্সে আক্রান্ত দেশ ও রোগীর সংখ্যা বাড়ল

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাঙ্কিপক্সে আক্রান্ত দেশ ও রোগীর সংখ্যা বাড়ল
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২



---

বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। প্রতিদিনই পাওয়া যাচ্ছে আক্রান্তের নতুন খবর। এরই মধ্যে বিশ্বের ৯৬টি দেশে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে, আর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেছেন, যেসব দেশে মানুষের প্রাণীর সংস্পর্শে আশার আশঙ্কা কম, সেসব দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

গত ২০ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিশ্বের ৮০টিরও বেশি দেশে মাঙ্কিপক্স এবং এতে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। যাদের বেশির ভাগই নিউইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্র ছাড়া স্পেন, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যেও বাড়ছে সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মাঙ্কিপক্স খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

এর আগে, সংস্থাটি গত জুলাই মাসে ভাইরাসটির বিষয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছিল। মাঙ্কিপক্স আফ্রিকার দেশগুলোতে উৎপত্তি হলেও চলতি বছরের মার্চ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

গত জুলাইয়ে ইন্দোনেশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্স ও থাইল্যান্ডেও মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫০   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ