বাংলাদেশিদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশিদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২



---

কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের লাগাতার হামলা ও আক্রমণের মুখে প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা। প্রায়ই হামলার পাশাপাশি লুটপাটের শিকার হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে গত এক বছরে শুধু নোয়াখালীর অন্তত ৫০ জন খুন হয়েছে সেখানে।

প্রায়ই এ ধরনের কান্নার রোল উঠে নোয়াখালীর বিভিন্ন গ্রামে। জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যাওয়া তরুণদের ফিরতে হচ্ছে লাশ হয়ে। গত এক বছরে নোয়াখালীর বিভিন্ন উপজেলার অন্তত ৫০ জনের বেশি খুন হয়েছে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে। একই সঙ্গে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে আরও একশ’র বেশি প্রবাসী।

দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গ, কেপটাউন, ডারবান এবং পোর্ট এলিজাবেথ অঞ্চলে নোয়াখালীর ১০ হাজারের বেশি মানুষের অবস্থান রয়েছে। যারা মূলত সেখানে দোকানের কর্মচারীর পাশাপাশি স্বতন্ত্র ব্যবসা পরিচালন করে আসছে। আর তারাই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন। দিন দিন হামলা বাড়তে থাকায় চরম উদ্বিগ্ন থাকতে হয় স্বজনদের।

মুক্ত বাংলা ফাউন্ডেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, প্রবাসী সংগঠনগুলোর অভিযোগ, প্রতি মাসে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে গড়ে ২ থেকে ৩ জন প্রবাসী বাংলাদেশি খুন হলেও সরকারিভাবে কোনো সহযোগিতা পাওয়া যায় না।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো, নোয়াখালীর সহকারী পরিচালক আবু ছালেক বলেন, এসব প্রবাসী অবৈধপথে দক্ষিণ আফ্রিকা যাওয়ায় তাদের বিষয়ে সরকারের কাছে তেমন কোনো তথ্য থাকে না। যে কারণে নানাভাবে চেষ্টা করেও সরকারিভাবে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জনশক্তি রপ্তানি ব্যুরোর।

কয়েক দশক ধরে নোয়াখালী জেলার সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, নোয়াখালী সদর এবং কবিরহাট উপজেলার বাসিন্দারাই বিভিন্ন সূত্রে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৫২   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ