মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ৩১ আগস্ট ২০২২



---

ঢাকা, ৩১ আগস্ট, ২০২২ :একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মাননীয় সভাপতির বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ এ্যাসোসিশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) এর অধীনে Strengthening Parliament’s Capacity in Population and Development issues (SPCPD) এর আওতায় গঠিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সংহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব-কমিটি’র সদস্য উম্মে কুলসুম স্মৃতি, শিরীন আখতার, শামীম হায়দার পাটোয়ারী, আরমা দত্ত এবং আদিবা আনজুম মিতা বৈঠকে যোগদান করেন।

বৈঠকে স্থায়ী কমিটি কর্তৃক “পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা, ২০১৩” তে প্রদত্ত সংশোধনীর প্রস্তাব ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

জেন্ডার ভিত্তিক সংহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষে “পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০” এবং “পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা, ২০১৩” এর কার্যকর ও ফলপ্রসূ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করে সাব-কমিটি’র সদস্যগণ কর্তৃক কতিপয় বিধির সংশোধনী প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে কালিগঞ্জের কর্মজীবী মহিলা হোস্টেলের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার অধীনে যতগুলো শিশু দিবাযত্ন কেন্দ্র আছে, বিশেষ করে যে সমস্ত কেন্দ্র অতি শ্রীঘ্রই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো এবং ‘তথ্য আপা’ প্রজেক্টের ওয়েব পোর্টালের মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহীদদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের প্রতি এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধানগণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়সহ এসপিসিপিডি প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫৮   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ