ডেঙ্গু রোগীর পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর: তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু রোগীর পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর: তাপস
বুধবার, ৩১ আগস্ট ২০২২



---

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীর পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, ‘আমরা যে প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা লক্ষ্য করি, সেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য পাইনি। এ জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। আমাদের অন্যান্য জায়গা থেকে এ তথ্য সংগ্রহ করতে হয়। এ তথ্য না পাওয়ার কারণে আমাদের কার্যক্রম চালাতে কষ্ট করতে হয়, ভোগান্তি হয় ও বিলম্ব হয়।’

বুধবার সকালে আজিমপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, আমরা লক্ষ্য করেছি গত বছরের তুলনাই এ বছর ডেঙ্গু রুগীর সংখ্যা অর্ধেক। এবার ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে। এ মাসটা ডেঙ্গুর পূর্ণ মৌসুম। কিন্তু তার পরেও আমরা সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয়েছি। আমি ঢাকাবাসীকে এ জন্য ধন্যবাদ জানাই। তারাও অনেকটা সজাগ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে জানিয়ে মেয়র বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্বব্যাপী যেটা স্বীকৃত এডিস মশার উৎস কমিয়ে ফেলা বা ধ্বংস করা, কিন্তু উৎসের তথ্য যদি আমি না পাই তাহলে ধ্বংস করবো কীভাবে। এ জন্য তথ্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আবারও স্বাস্থ্য অধিদপ্তরকে বলি তারা যেন আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহায়তা করেন।’

নির্দিষ্ট সময়ে ফার্মেসি বন্ধের নির্দেশনা সম্পর্কে মেয়র তাপস বলেন, আমি মনে করি, আমরা যে সময়সূচি দিয়েছি এটা যথাযথ হয়েছে। ঢাকাবাসী উপলব্ধি করতে পেরেছে যে একটি শহরেরও বিশ্রাম, শৃঙ্খলা, সুষ্ঠ ব্যবস্থাপনা ও পরিচালনা প্রয়োজন। আমরা সারাদিন কাজ করি কিন্তু নিজেদের সময় দিতে পারি না। সংসারে সময় দিতে পারি না। এখন সেই সুযোগটা হবে। রাত আটটার মধ্যে সকল দোকানপাট বন্ধ হয়ে যাবে। আমরা অন্যান্য প্রতিষ্ঠানেও আলাদা সময়সূচি করে দিয়েছি যাতে করে সবকিছু একত্রিত না হয়।

তিনি বলেন, হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের দোকানগুলো নিয়ে কিছু মতামত এসেছে। তবে আমরা এখন পর্যন্ত হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোন আবেদন পাইনি। যদি আবেদন পাই তাহলে অবশ্যই এটা আমরা পুনর্বিবেচনা করবো। যদি এই ব্যাপারে কোন হাসপাতাল মনে করে তাদের সময় বর্ধিত করতে হবে তাহলে তারা আমাদের কাছে আবেদন করতে পারে। আমরা পর্যালোচনা করব এবং পরবর্তী ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৭   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ