রাশিয়া থেকে তেল আসা মানেই সমাধান নয়: জ্বালানি উপদেষ্টা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » রাশিয়া থেকে তেল আসা মানেই সমাধান নয়: জ্বালানি উপদেষ্টা
বুধবার, ৩১ আগস্ট ২০২২



---

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে। রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে, এ ব্যাপারে আমেরিকা আমাদের সমর্থন দেবে আশা করে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমেরিকা এ ব্যাপারে অবগত আছে।

জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপীই ভাবনার কারণ মন্তব্য করে তিনি বলেন, একদিক বিবেচনা করলে দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল, কারণ সামনে কী হবে জানি না।

আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না জ্বালানি তেলের দাম কোথায় যাবে।

তিনি বলেন, রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।

এ সময় জ্বালানি সচিব মো. মাহবুব হোসেন জানান, রাশিয়ার তেলের নমুনা পরীক্ষাধীন রয়েছে।

এ সময় চলমান বিদ্যুৎ সংকট নিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, গরম কমে গেলে এবং কয়লাভিত্তিক প্রকল্পগুলো চালু হয়ে গেলে দু-একের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বিদ্যুতের ওপর চাপ কমবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল উদ্বোধনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

প্রবাসী আয়ের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের ৪ থেকে ৫ মাসের রিজার্ভ আছে। পাশাপাশি রেমিট্যান্সও বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২৩   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেচে সহযোগিতা করবে জার্মানি
‘ভোজ্যতেল আমদানি করতে বছরে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়’
কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
কুমিল্লায় রোপা আমনের মাঠে সবুজ হাসি
ইতিহাসের এই দিনে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় ‘সিরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার: শেখ হাসিনা
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বাংলাদেশের পরিস্থিতি অবগত আছি : জাপানের রাষ্ট্রদূত

আর্কাইভ