হাসপাতালে অসুস্থ স্ত্রী, মাঠে লড়ে গেলেন নাদাল

প্রথম পাতা » খেলা » হাসপাতালে অসুস্থ স্ত্রী, মাঠে লড়ে গেলেন নাদাল
বুধবার, ৩১ আগস্ট ২০২২



---

সন্তান জন্মদানকালীন জটিলতার কারণে হাসপাতালে ভর্তি রাফায়েল নাদালের স্ত্রী মেরি পেরেল্লো। সে চিন্তা মাথায় রেখেই ইউএস ওপেনে লড়ে যেতে হয়েছে ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ীকে। প্রথম সেটে ধাক্কা খেলেও পরবর্তী তিন সেটে জয় তুলে এ স্প্যানিশ তারকা নিশ্চিত করেছেন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড।

অর্থার অ্যাশে স্টেডিয়ামে বুধবার (৩১ আগস্ট) ইউএস ওপেনে ছেলেদের এককের প্রথম রাউন্ডের লড়াইয়ে মাঠে নামেন নাদাল। ওয়াইল্ডকার্ডে প্রবেশকারী রিঙ্কি হিজিকাতার বিপক্ষে স্প্যানিশ তারকার জয় ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ সেট ব্যবধানে।

নাদালের বিপক্ষে শুরুতে অবশ্য দুর্দান্ত লড়াই চালিয়েছিলেন হিজিকাতা। প্রথম সেটটা ২১ বছরের এ অজি তারকা জিতে নেন আধিপত্য করেই। নাদালকে তিনি স্থির হওয়ার সময়-ই দেননি। ৩-৩ ব্যবধানের পর, সপ্তম গেমে স্প্যানিয়ার্ড তারকার সার্ভ ফিরিয়ে দিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান হিজিকাতা। তারপর নিজের সার্ভ ধরে রেখে প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন অজি তারকা। কিন্তু পরের তিন সেটে নাদালের কাছে পাত্তাই পাননি হিজিকাতা। তাকে ৬-২, ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন নাদাল।

এদিকে তিন বছর পর ইউএস ওপেনে ফিরে নাদাল যখন লড়াইয়ে ব্যস্ত তখন তার স্ত্রী মেরি পেরেল্লো সন্তান জন্মদানকালীন জটিলতার কারণে পালমা ডি মায়োর্কার এক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। অবশ্য মেরি এখন বিপদমুক্ত। তাই নাদাল আর ইউএস ওপেন থেকে ফেরার চিন্তা করেননি। মেরি পেরেল্লোর পাশে আছেন নাদালের পরিবার। গর্ভকালীন সময়ে জটিলতা কাটাতেই তাকে হাসপাতালে রাখা হয়েছে, ৩১তম সপ্তাহ থেকে ৩৪তম সপ্তাহ পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

এদিকে একইদিন ইউএস ওপেনে মেয়েদের এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমা রাদুকানু। ১১ নম্বর বাছাই অ্যালাইজ কর্নেটের কাছে সরাসরি সেটে হেরেছেন তিনি। খেলার ফল কর্নেটের পক্ষে ৬-৩, ৬-৩। এর আগে ইগা সুইতেক, ক্যামেরন নরি এবং কার্লোস আলকারাজ সহজ জয়ের হাত ধরে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০২:৪৬   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ