জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

প্রথম পাতা » খেলা » জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
বুধবার, ৩১ আগস্ট ২০২২



---

প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারা জিম্বাবুয়ে বুধবার (৩১ আগস্ট) দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে। টাউন্সভিলে আগে ব্যাট করে মাত্র ৯৬ রানে অলআউট হওয়া রেজিস চাকাভার দলকে ২১২ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল।

এদিন টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়া আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে গতি দিয়ে শুরুতেই কাঁপিয়ে দেন মিচেল স্টার্ক। এই বাঁহাতি পেসারের তাণ্ডবে মাত্র ১৪ রানে তিন উইকেট হারিয়ে বসে সফরকারী জিম্বাবুয়ে।

দ্রুত উইকেট হারিয়ে বসা দলটিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে কিছুক্ষণ চেষ্টা করেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। তবে এই প্রতিরোধও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৪৬ রানে হ্যাজেলউডের বলে স্টয়নিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফর্মে থাকা সিকান্দার। ৩৭ বলে ১ চার ও ১ ছয়ে ১৭ রান করেন তিনি।

এরপর ফের ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। একদিকে উইলিয়ামস সামাল দেওয়ার চেষ্টা করলেও অন্য দিকে চলছিল বাকিদের আসা-যাওয়া। ৫৯ রানে পঞ্চম ও ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

সপ্তম উইকেট হিসেবে দলীয় ৮৩ রানে বিদায় নেন দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করা উইলিয়ামস। ৪৫ বলে ৩ চারে খেলা ইনিংসটি থামে জাম্পার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে গ্রিনের হাতে ক্যাচ দিলে।

এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি জিম্বাবুয়ের ইনিংস। আর মাত্র ১৩ রান যোগ করেই অলআউট হয়ে যায় দলটি। অস্ট্রেলিয়ার পক্ষে ৮ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩.৫ ওভারে ২১ রান দিয়ে সমান ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও। এ ছাড়া গ্রিন ২টি ও ১টি করে উইকেট নেন হ্যাজেলউড ও অ্যাগার।

জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। মাত্র ১৬ রান তুলতেই তারা হারায় দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে। ১০ বলে ২ চারে ১৩ রান করেন ওয়ার্নার। আরেক ওপেনার ফিঞ্চ করেন ১ রান। দুটি উইকেটই নেন এনগারাভা।

তবে এরপর আর দলের সর্বনাশ হতে দেননি স্টিভ স্মিথ ও অ্যালেক্স কারি। মাত্র ১৪.৪ ওভারেই জয় তুলে নেয় ক্যাঙ্গারুরা। ২৬ রানে অপরাজিত থাকেন ক্যারি। আর অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। ৪১ বলে ৮ চার ও ১ ছয়ে এই ইনিংসটি খেলেন এই সাবেক অধিনায়ক।

৩ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:২৯   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ