পর্যটক হিসেবে প্রবাসী বাংলাদেশীদের আকৃষ্ট করার জন্য মোমেনের পরামর্শ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্যটক হিসেবে প্রবাসী বাংলাদেশীদের আকৃষ্ট করার জন্য মোমেনের পরামর্শ
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২



---

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে পর্যটক হিসেবে বাংলাদেশে আসার জন্য আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন। দেশের অনেক পর্যটন কেন্দ্র এখনও বৈশ্বিক ভ্রমনকারীদের জন্য অপরিচিত রয়ে গেছে।
পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এই খাতে একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতা অর্জনে শুধু বৈচিত্র্যই আনবে না- অধিকন্তু বাংলাদেশের অর্থনীতির সক্ষমতাও বাড়াবে।’
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
পররাষ্ট্রমন্ত্রী শনিবার দুবাইয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন অব এক্সপো ২০২০ তে অনুষ্ঠিত ‘এক্সপ্লোর মুজিব’স বাংলাদেশ: এ হিডেন জেম অব ট্যুরিজম ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।
মোমেন এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর প্রকৃতিক সৌন্দর্যকে একটি ব্যান্ড হিসেবে তুলে ধরার অপার সম্ভাবনা ও গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ)-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের পর্যটকদের কাছে এসব স্থান অজানা ও অপরিচিতই রয়ে গেছে। যেখানে দেশের পর্যটকদের সংখ্যা মাত্র ৩ শতাংশ।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি), দেশের জাতীয় ট্যুরিজম অর্গানাইজেশন (এনটিও) আয়োজিত এই সেমিনারে ড. মোমেন আরো বলেন, ব্যাপক জীববৈচিত্র ও ইকোসিস্টেম, সাংস্কৃতিক, ধর্মীয় ও জাতিগত বৈচিত্রসহ আকর্ষণীয় ইতিহাস এবং রাজনৈতিক স্থিতিশীলতা পর্যটন ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের দরবারে শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী পরিবেশ-বান্ধব পর্যটন শিল্পে পণ্য হিসেবে বাংলাদেশী চায়ের ব্যান্ডের প্রচারণা চালান।
বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, চলমান মেগা প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হলে, দেশের পর্যটন খাতে নতুন দ্বার উন্মোচিত হবে।
তিনি বাংলাদেশে বিদেশী পর্যটকদের আকর্ষণ করতে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন, ওশান ট্যুরিজম ও থিম পার্ক নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন।
এ সময় সেমিনারে স্থানীয় ও বিদেশী ব্যবসায়ীদের সাথে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
পররাষ্ট্রমন্ত্রী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২২ ইউএই-তে এক দ্বিপাক্ষিক সফরে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২:০৯:০৮   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ