দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চাল মজুত আছে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চাল মজুত আছে : খাদ্যমন্ত্রী
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২



---

দেশে চাউলের কোনো অভাব নাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমদার বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুত আছে চলতি মৌসুমে। তিনি বলেন, এবার ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল সরকারিভাবে মজুত আছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সার্কিট হাউস সম্মেলন কক্ষে দেশের ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র বলেন, দেশে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবার ৩ মাস ধরে ১৫ টাকা কেজি দরে চাল সংগ্রহ করতে পারবে। চলতি বোরো মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহ শতভাগ। দেশে চালের কোনো অভাব নেই। সরকারি গুদামে প্রায় ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। ইতোমধ্যে চালের বাজার কমতে শুরু করেছে।

তিনি আরও বলেন, আগামী মাসের ১ তারিখ থেকে ওএমএস ও খাদ্যবান্ধব চালু হলে চালের দাম আরও কমবে। সামনে আমন ধানেও কৃষকরা যেন নায্যমূল্য পায় সেটা নিয়েও কাজ করা হচ্ছে।

খাদ্রমন্ত্রী বলেন, যারা টিসিবির কার্ডধারী, তাদেরকেও খাদ্যবান্ধব চাল সংগ্রহের অগ্রাধিকার দেওয়া হবে। লাইনে দাঁড়িয়ে কার্ডধারী কেউ বার বার চাল নিতে পারবে না। তারা মাসে পাঁচ কেজি করে তিনবার চাল সংগ্রহ করতে পারবেন। এভাবে বাকি যারা যাবেন, তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপির মাধ্যমে ওএমএস এবং খাদ্যবান্ধব চাল সংগ্রহ করতে পারবেন।

একব্যক্তি যাতে একের অধিক চাল সংগ্রহ করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট ডিলার তাদের কার্ডের ওপর সিল দিয়ে স্বাক্ষর প্রদান করে তা নিশ্চিত করবেন বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪২   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ