নিজের কিছু নেই, ভাড়া বাড়িতে থাকেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিজের কিছু নেই, ভাড়া বাড়িতে থাকেন মমতা
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২



---

নিজের নামে করা মামলার পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, আমার নিজের বলতে কিছু নেই। আমি ভাড়া বাড়িতে থাকি। খবর হিন্দুস্তান টাইমসের।
নিজের কিছু নেই, ভাড়া বাড়িতে থাকেন মমতা

সোমবার (৩০ আগস্ট) তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার অভিযোগে মমতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির আইনজীবী দলের সদস্য আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোমবার (২৯ আগস্ট) এই মামলাটি করেন।

আইনজীবী তিওয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলাটি করেন। মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে।

মামলার বিবরণীতে বলা হয়, ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সাল থেকে মমতার পরিবারের সদস্যদের সম্পত্তি হুহু করে বাড়তে থাকে। একই বছর পশ্চিমবঙ্গে চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেংকারির বিষয়টি ফাঁস হয়। তখন থেকে মমতার পরিবারের সম্পত্তি অস্বাভাবিক বেড়েছে।

তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সোমবার। কলকাতার মেয়ো রোডে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে মমতা জানতে পারেন তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ তুলে বিজেপির একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

এর প্রতিক্রিয়ায় মমতা বলেন, আমি দুই যুগ ধরে সংসদ সদস্য হিসেবে প্রাপ্য পেনশনের অর্থ গ্রহণ করছি না। আমার মুখ্যমন্ত্রী হিসাবে প্রাপ্য সাড়ে তিন লাখ রুপির বেতনও নেই না। বিমানে বিজনেস ক্লাসেই সবসময় ভ্রমণ করি।

তিনি আরও বলেন, মায়ের মৃত্যুর পর থেকেই একা থাকি আমি। আজ আমার নিজের বলতে কিছুই নেই। ভাড়া বাড়িতে থাকি। মা-বাবা, ৬ ভাই ও দুই বোন নিয়ে আমাদের পরিবার ছিল। আমরা সব ভাইবোন পৃথক জায়গায় বাস করি। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ নেই। কেবল উৎসবেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয়। তাই বলছি, আমার নিজের বলতে কিছু নেই।

দুর্নীতি মামলায় দলের শীর্ষ নেতাদের একের পর এক গ্রেফতারে কোণঠাসা ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এ সময় ভারতের কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, দলীয় নেতাদের কারা গ্রেফতার করছে, হয়রানি করছে তাদের তালিকাও করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:১৯   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ