বাজেট প্রণয়ণে অংশীজনদের সম্পৃক্ত আরও বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাজেট প্রণয়ণে অংশীজনদের সম্পৃক্ত আরও বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী
সোমবার, ২৯ আগস্ট ২০২২



---

বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অংশীজনদের সম্পৃক্তকরণ বাড়ানোর পাশাপাশি বাজেট ডকুমেন্টস আরো বেশি উন্মুক্ত করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার বেসরকারি গবেষণা সংস্থা র‌্যাপিড আয়োজিত‘ওপেন বাজেট সার্ভে-২০২১’ এর ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের আরো বেশি সম্পৃক্ত করা যেতে পারে। একইসঙ্গে বাজেট ডকুমেন্টস উন্মুক্ত করার ক্ষেত্রে আরো বেশি খোলামেলা হওয়ার প্রয়োজন।

তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পসমূহের তথ্য এরই মধ্যে উন্মুক্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় লিফলেটের মত ছাপিয়ে এ সব তথ্য দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মুর্শেদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।

ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ ১২০টি দেশের উপর ওপেন বাজেট জরিপ করেছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে কাজটি করে থাকে। বাংলাদেশে জরিপের কাজ করেছে গবেষণা সংস্থা র‌্যাপিড।

ওয়েবিনারে জরিপের ফলাফল তুলে ধরেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ।

পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি সরকার একটি জনশুমারি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। অন্যান্য ক্ষেত্রেও তথ্যের অবাধ প্রবাহ বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২২:০৯:২৩   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ