জাপানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন স্পেন

প্রথম পাতা » খেলা » জাপানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন স্পেন
সোমবার, ২৯ আগস্ট ২০২২



---

২০১৮ সালে জাপানের কাছেই ৩-১ গোলে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল স্পেনের। চার বছর পর আবার সেই স্মৃতি ফিরিয়ে আনল সেই জাপান ও স্পেন। তবে এবারের চ্যাম্পিয়ন পরিবর্তন হয়েছে। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন।

প্রথম হাফেই তিন গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় গতবারের চ্যাম্পিয়ন জাপান। ম্যাচের ১২ মিনিটে ইনমা গাবাররোর গোলে এগিয়ে যায় স্প্যানিশ মেয়েরা। এরপর ২২ ও ২৭ মিনিটে জোড়া গোল করে সালমা সেলেস্টে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জাপানিজরা। ৩-০ গোলে পিছিয়ে থেকেই তারা বিরতিতে যায়।

যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল পরিশোধ করে সুজু আমানো। তবে এরপর বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি জাপানিজ মেয়েরা। শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে হেরেই স্পেনের কাছে শিরোপা হারায় গতবারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন স্পেনের ইনমা গাবাররো।

২০০২ সাল থেকে শুরু হওয়া নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়াও দুবার এই শিরোপার স্বাদ পেয়েছে।

এর আগে সেমিফাইনালে বাদ পড়া ব্রাজিল ও নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল। সেখানে নেদারল্যান্ডসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের তৃতীয় হয়েছে ফেমেনিরা, যা টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সাফল্য। আর প্রথমবার চতুর্থ হয়েছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১২:৫০:৩০   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ