‘বাংলাদেশে বৈদেশিক সম্পদের প্রবাহ’ প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রথম পাতা » অর্থনীতি » ‘বাংলাদেশে বৈদেশিক সম্পদের প্রবাহ’ প্রকাশনার মোড়ক উন্মোচন
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২



---

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) দ্বারা প্রতিবছর নিয়মিত প্রকাশিত ‘বাংলাদেশে বৈদেশিক সম্পদের প্রবাহ’ প্রকাশনাটি গুরুত্বপূর্ণ দলিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২০২১ সালের প্রকাশনাটি এবার ‘বিশেষ সংখ্যা’ হিসেবে প্রকাশ করা হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনসহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এবারের প্রকাশনায় স্বাধীনতা পরবর্তী সময় হতে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকার গৃহীত বৈদেশিক অর্থায়ন এবং এর পরিশোধসহ সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। এই বিশেষ সংখ্যায় বর্তমান কাঠামোর সাথে স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহযোগি দেশ ও সংস্থার ভূমিকা,প্রাপ্ত বৈদেশিক সহায়তার মূল্যায়ন, ভবিষ্যত চ্যালেঞ্জ এবং কর্মপদ্ধতির বিষয়ে বৈদেশিক অর্থায়নের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের লিখিত নিবন্ধ সন্নিবেশিত হয়েছে।

প্রকাশনার সূচনাতে বৈদেশিক সাহায্য ব্যবস্থাপনার উদ্দেশ্য, গতি-প্রকৃতি, বৈদেশিক ঋণের বর্তমান অবস্থা ও ঋণ সংক্রান্ত ঝুঁকি বিশ্লেষন করা হয়েছে।একইসাথে বৈদেশিক সহায়তা ও ঋণ ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়েছে।এছাড়া সরকারের বাইরে রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রতিষ্ঠান রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত বৈদেশিক ঋণের তথ্য এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের তুলনায় বৈদেশিক ঋণের অবস্থার চিত্র সন্নিবেশ করা হয়েছে।
শিক্ষানুরাগী, গবেষক, সরকারের নীতি-নির্ধারক ও উন্নয়ন সহযোগিরা প্রকাশনার তথ্য ব্যবহার করে উপকৃত হবেন বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রন্থটির ইলেকট্রনিক কপি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১:১৮:০৬   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ