পঞ্চাশ বছরে কতো মানুষের ‘ক্ষতি’ করেছি, বললেন বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » পঞ্চাশ বছরে কতো মানুষের ‘ক্ষতি’ করেছি, বললেন বাণিজ্যমন্ত্রী
রবিবার, ২৮ আগস্ট ২০২২



---

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন বাক্য লেখা থাকে তামাকজাত পণ্যের মোড়কেই। প্রত্যক্ষ ক্ষতির সঙ্গে পরোক্ষভাবে ক্ষতিকর জেনেও অনেকেই ছাড়তে পারেন না বিড়ি-সিগারেট। তবে ছাড়তে পেরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী নিজেই জানালেন, গেল তিন বছর ধরে তিনি সিগারেট থেকে দূরে আছেন। বলেন, ‘৫০ বছর ধরে সিগারেট খেয়েছি। এখন মনে হয় কত মানুষের ক্ষতি করেছি।’

‘তামাকমুক্ত বাংলা‌দেশ গঠ‌নে কর‌ণীয়’ শীর্ষক রবিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। ঢাকার সিরড‌াপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজক ছিল আহছা‌নিয়া মিশ‌ন।

ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলতে গিয়ে টিপু মুনশি তার নিজের অভিজ্ঞতার কথা জানান। বলেন, ‘আমি ৫০ বছর সিগারেট খেয়েছি। তিন বছর হলো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি।’

‘কিন্তু এখন মনে হয় আমি ৫০ বছরে কত মানুষের ক্ষতি করেছি! কত মানুষকে আমি দূষিত হাওয়া ছড়িয়েছি! যাইহোক সেটা কিছু করার নেই যেটা করে ফেলেছি। কিন্তু তার অপরাধ তো আমার আছেই।’

সুস্থ সুন্দর বাংলাদেশ কাম্য মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু শুধু তামাকই নয় চারদিকেই আমরা অনেক সমস্যা দেখছি। অনেক মাদক কিন্তু আমাদের সর্বস্বান্ত করে দিচ্ছে। সমাজে তার প্রভাব পড়তে শুরু করেছে। এমন বাংলাদেশ আমরা চাইনি।’

‘তামাক নিয়ন্ত্রণে আপনারা আইনের কথা বলছেন, সবকিছু করা দরকার। পাশাপাশি আরেকটা দিকে ভীষণভাবে গুরুত্ব দেয়া দরকার। সেটি হলো সচেতনতা সৃষ্টি করা। মানুষকে সচেতন করতে পারলে আমরা অর্ধেক লড়াইটা জিতে যাব। সচেতনা সৃষ্টি করাটা কিন্তু জরুরি।’

বা‌ণিজ‌্যমন্ত্রী তথ্য দেন, তামাক থেকে ২২ হাজার কোটি টাকার মতো কর আসে সরকারের কোষাগারে। আবার ব্যয় হয় ৩০ হাজার কো‌টি টাকা।

টিপু মুনশি বলেন, ‘য‌দি টাকার হি‌সাব ধ‌রি তাহ‌লে ৮ হাজার কো‌টি টাকা বে‌শি ব্যয় হচ্ছে। এটি কিন্তু শেষ হিসাবও নয়। কারণ যে ক্ষ‌তি হ‌য়ে যা‌চ্ছে আমা‌দের সেটা কিন্তু টাকা দি‌য়ে নিরূপন করা যা‌বে না।’

‘কত জীবন আমরা হারালাম, কতজীবন নষ্ট হ‌য়ে গেল, কত জীবন থে‌মে গেল। সেটা কোন টাকায় হিসাব কর‌বো আমরা? আমা‌দের সেটাও কিন্তু বি‌বেচনায় আনা দরকার।’

তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) বিড়ি উৎপাদনের বিষয়টি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি বাংলাদেশের বিশাল অংকের বিড়ি সেখানে তৈরি হয়। সেখানে শ্রমিকরা কাজ করে। আমি সেটা বন্ধ করতে পারেনি।’

‘কেননা সেখানে অনেক লোক কাজ করে, অনেক শ্রমিক আছে। সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারাও কিন্তু অভাবে পড়বে। অল্টারনেটিভ (বিকল্প) হিসেবে যেটা চেষ্টা করেছি প্রায় ৩০ হাজারের মতো শ্রমিক কিন্তু এখন সেখান থেকে গার্মেন্টস সেক্টরে চলে আসছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং তারা বেরিয়েও এসেছে।’

তমাক নিয়ন্ত্রণে যে আইন হচ্ছে সেটির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সহযোগিতা করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্য ও সভাপতি সাবের হোসেন চৌধুরী। সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া সভায় আলোচক হিসেবে উপস্থিত ছি‌লেন স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ মন্ত্রনাল‌য়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খন্দকার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান (গ্রেড-১) মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি) ডা. সৈয়দ মাফুজুল হক। আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল।

বাংলাদেশ সময়: ১৬:২১:৫২   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ