রাতে মাঠে নামছে বার্সেলোনা, প্রতিপক্ষ ভায়াদোলিদ

প্রথম পাতা » খেলা » রাতে মাঠে নামছে বার্সেলোনা, প্রতিপক্ষ ভায়াদোলিদ
রবিবার, ২৮ আগস্ট ২০২২



---

লা লিগায় সুপার সানডেতে রিয়াল ভায়াদোলিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম মাঠে নামবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

গত ম্যাচের জয়ের আত্মবিশ্বাস, সেই সঙ্গে ক্যাম্প ন্যুতে এবার চেনা পরিবেশে খেলা তাই বেশ নির্ভার কাতালানরা। সব মিলিয়ে ফুরফুরে মেজাজে থাকায়, টিম অনুশীলনে চনমনে জেরার্ড পিকে-জর্দি আলবারা। সবশেষ ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেভানডস্কির জোড়া গোলের সঙ্গে ডেম্বেলে-ডি ইয়ং-আনসু ফাতিদের ছন্দ বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে কোচ জাভিকেও। আর এই ম্যাচ দিয়েই বার্সেলোনার জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্দে।

যদিও নতুন মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি বার্সেলোনার। নিজেদের প্রথম ম্যাচেই রায়ো ভায়াকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করে হোঁচট খায় কাতালানরা। অবশ্য পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় জাভির শিষ্যরা। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্বস্তি ফেরে বার্সা শিবিরে।

এবার ঘরের মাঠেই রিয়াল ভায়াদোলিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে স্প্যানিশ জায়ান্টরা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ তম স্থানে ভায়াদোলিদ। পরিসংখ্যানও কথা বলছে কাতালানদের পক্ষে। দু’দলের ৫৮ বারের দেখায় বার্সেলোনার ৩৯ জয়ের বিপরীতে ভায়াদোলিদের জয় মাত্র ৮টি।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডেতে টটেনহ্যাম হটসপারের বিপক্ষে লড়বে নটিংহ্যাম ফরেস্ট। সময়টা ভালোই যাচ্ছে টটেনহ্যামের। সাউদাম্পটনকে উড়িয়ে দিয়ে নতুন মৌসুম শুরু করে স্পাররা। পরের ম্যাচে চেলসির বিপক্ষে ড্র করলেও নিজেদের তৃতীয় ম্যাচে উলভসের বিপক্ষে জয়ের স্বাদ পায় টটেনহ্যাম। এবারও পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে অ্যান্তনিও কন্তের দল।

বাংলাদেশ সময়: ১২:১৪:৪৭   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ