অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

প্রথম পাতা » চট্রগ্রাম » অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
রবিবার, ২৮ আগস্ট ২০২২



---

ফেনীর বিসিক শিল্প এলাকায় জিম ব্যবসার আড়ালে নারী দিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে তাদেরকে জেলার মহিপাল থেকে গ্রেফতার করে শনিবার (২৭ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে যুবলীগ নেতা ইমতিয়াজ উদ্দিন তোফায়েল (৩৪) ও একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬), মৃত হারুন বাবুর্চির ছেলে জাহিদ হোসেন (১৫), শর্শদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫), দাগনভুঁইয়া ছিলোনিয়া গ্রামের মো. কবিরের ছেলে রফিকুল ইসলাম আরিফ (২১)।

এদের মধ্যে ইমতিয়াজ উদ্দিন তোফায়েল ফেনীর শর্শদি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

র‍্যাব জানায়, একটি বেসরকারি বীমা কোম্পানির কুমিল্লা শাখায় কর্মরত এক ব্যক্তি বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় ফেনীর ট্রাংক রোডে অফিসের কাজ শেষে মদিনা বাসস্ট্যান্ড থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের উদ্দেশে দুপুর পৌনে ১টার দিকে রওনা দেন। বাস ছেড়ে যাওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মোড়ে দুই শিক্ষার্থীসহ তিনজন ওই বাস থামিয়ে ভুক্তভোগীকে গাড়ি থেকে নামতে বলেন। ভুক্তভোগী গাড়ি থেকে নামার পর তারা তাকে একটি চায়ের দোকানের ভেতরে নিয়ে যায় এবং তার সঙ্গে থাকা দুই হাজার ২০০ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।

পরে তারা সিএনজি অটোরিকশার মাধ্যমে ফেনী শহরের বিসিক শিল্পনগরী এলাকায় পাওয়ার জোন জিম সেন্টারের নিচ তলার রুমে নিয়ে ওই ভুক্তভোগীকে আটকে রাখে এবং মারধর করে তার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল থেকে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে ফোন করে এক লাখ টাকা দাবি করে এবং ওই টাকা না দিলে তার স্বামীকে মেরে ফেলা হবে বলে ভয়ভীতি ও হুমকি দেয়। তখন তার স্ত্রী কোনো উপায় না পেয়ে ভয়ে তাৎক্ষণিভাবে বিকাশে তিন হাজার টাকা পাঠায়। এতে ক্ষিপ্ত হয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এ কর্মকর্তার সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিওচিত্র মোবাইলে ফোনের মাধ্যমে ধারণ করে এবং এসএস পাইপ দিয়ে তাকে পিটিয়ে আঘাত করে।

একপর্যায়ে তার স্ত্রীকে চক্রের সদস্যরা স্বামীর এনআইডি কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড নিয়ে আসতে বললে কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে নগদ ২৫ হাজার টাকা এবং এনআইডি কার্ড, এটিএম কার্ড নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। তখন অপহরণকারী ইমতিয়াজ উদ্দিন তোফায়েল ওই টাকা এবং এনআইডি কার্ড, এটিএম কার্ড বুঝে নিয়ে পরবর্তীতে ৫০ হাজার টাকা দাবি করে সাদা কাগজে ভুক্তভোগীর স্বাক্ষর নেয়। পরে ৫০ হাজার টাকা না দিলে ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ধারণকৃত সাজানো ভিডিও চিত্রগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বলে হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

ছাড়া পাওয়ার পর ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাবকে অবহিত করলে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে ফেনীর মহিপাল এলাকা থেকে অপহরণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করে।

এদিকে ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবসার আপনের দাবি গত ২৯ মার্চ ঘোষিত কমিটিতে তোফায়েলের নাম দেখে পরদিন তাকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। তার সঙ্গে যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই।

ভুক্তভোগী সোহাগ মিয়া জানান, অপহরণকারীরা যখন তাকে আটক করে মারধর করছিল। তখন সেখানে আরও ৪ জনকে সেখানে অপহরণ করে একই কায়দায় তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।

ফেনী র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে পরবর্তীতে তাদের জিম্মি করে পরিবার-পরিজনের কাছে মুক্তিপণ আদায় করে আসছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৫১   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ