টিকাদানে প্রাণ বেঁচেছে ১ কোটি ৪৪ লাখ মানুষের

প্রথম পাতা » আন্তর্জাতিক » টিকাদানে প্রাণ বেঁচেছে ১ কোটি ৪৪ লাখ মানুষের
রবিবার, ২৮ আগস্ট ২০২২



---

মহামারি করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬৪ লাখের বেশি মানুষ। তবে নতুন এক গবেষণা বলছে, করোনার টিকাদানের কারণে অন্তত ১ কোটি ৪৪ লাখ মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। যুক্তরাজ্যের ছয় গবেষকের প্রকাশিত একটি প্রবন্ধে এ দাবি করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে ভাইরাসটির সংক্রমণ রোধে প্রাণপণ চেষ্টা শুরু করেন বিজ্ঞানীরা। ২০২০ সালের শেষ দিকে করোনার টিকা আবিষ্কার করেন তারা। এরপর শুরু হয় টিকাদান কর্মসূচি, বিভিন্ন দেশে যা এখনও চলমান।

নতুন এক গবেষণা বলছে, টিকাদান কর্মসূচি শুরু করা না গেলে ভাইরাসটিতে প্রথম বছরেই প্রায় দেড় কোটি মানুষের মৃত্যু হতো। গাণিতিক পদ্ধতি ব্যবহার করে করোনায় মৃত্যু প্রতিরোধের এই সংখ্যা বের করেছেন যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজের ছয় গবেষক। এ নিয়ে তাদের একটি প্রবন্ধ প্রকাশ করেছে আন্তর্জাতিক জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট।

গবেষণায় করোনাভাইরাসের সংক্রমণক্ষমতা, মৃত্যু, চিকিৎসাব্যবস্থা, করোনার কারণে অন্যান্য রোগে বাড়তি মৃত্যুর তথ্য পর্যালোচনা করেছেন গবেষকরা।

তাদের দাবি বলছেন, টিকা দেয়ার ফলে স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীর চাপ কম হয়েছিল। অনেক ক্ষেত্রে হাসপাতালে সক্ষমতার অতিরিক্ত করোনা আক্রান্ত রোগী ভর্তি করাতে হয়নি। টিকার ফলে অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপীয় অঞ্চলে বেশি মৃত্যু ঠেকানো গেছে।

মহামারি করোনায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৬৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৬০ কোটির বেশি।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪৭   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ