বঙ্গবন্ধু হত্যার খণ্ডিত অংশের বিচার হয়েছে : শ ম রেজাউল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু হত্যার খণ্ডিত অংশের বিচার হয়েছে : শ ম রেজাউল
শনিবার, ২৭ আগস্ট ২০২২



---

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খণ্ডিত অংশের বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট বার ভবন মিলনায়তনে ঢাকায় পিরোজপুর জেলা সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচার খণ্ডিত হয়েছে। সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এ হত্যার পেছনে যারা ছিলেন তাদের বিচার হয়নি।

তিনি বলেন, এ হত্যার সঙ্গে জড়িত অনেকেই এখন খোলস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে বাধা নেই। যারা একাত্তরের পরাজয় মেনে নিতে পারেনি তারাই এ হত্যার ষড়যন্ত্র করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড উল্লেখ করে রেজাউল করিম বলেন, খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো এহেড। খুনিদের নার্সিং করেছে জিয়া, এরশাদ ও খালেদা।

শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু দায়িত্ব পালনের সময়ে সাড়ে তিনশ আইন প্রণয়ন করেছিলেন। কৃষিবিপ্লবের সূচনা করেছিলেন সেটি আজ বাস্তবে পরিণত করেছেন তারই কন্যা। সবকিছু মধ্যে বঙ্গবন্ধুর অস্বিত্ব খুঁজে পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকায় পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টি জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৯   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ