ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৪

প্রথম পাতা » চট্রগ্রাম » ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৪
শনিবার, ২৭ আগস্ট ২০২২



নো---

য়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

এর আগে শুক্রবার (২৬ আগস্ট) রাতে ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন চাটখিল উপজেলার ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডুমুরিয়া এলাকার মো. মহসিন (৪৯) ও মো. কামাল হোসেন (৩২) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার জাহাঙ্গীর আলম (২৪)।

পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট চাটখিল উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের আমিন ভিলায় (বাবুল ডাক্তারের বাড়ি) ডাকাতির ঘটনা ঘটে। সে বাড়িতে সবাই ইতালি প্রবাসী এবং তাদের ছেলের বিয়ের জন্য তারা কয়েকদিন আগে দেশে আসে। বিয়ের আগের দিন রাতে সশস্ত্র ডাকাত দল সেখানে গেট ভেঙে ও দরজা ভেঙে ঘরে ঢুকে ৮ ভরি সোনার গহনা, ১৩ ভরি রুপার নূপুর, ৮টি মোবাইল ও নগদ সাড়ে চার লাখ টাকা লুণ্ঠন করে।

‘এ ঘটনায় চাটখিল থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ৪ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে।’

এ ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৩   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ