বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে অনুসরণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে আত্মনিয়োগ করার আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে অনুসরণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে আত্মনিয়োগ করার আহ্বান
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২



---

২৬ আগস্ট, ২০২২ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে আত্মনিয়োগ করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তি দেশকে ব্যর্থতার অতল গহ্বরে নিমজ্জিত করার ষড়যন্ত্র করতে চেয়েছিল।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা উপকমিটির চেয়ারম্যান ড. মসিউর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-র নেতৃত্বে আজ পুণ্যভূমি টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা উপকমিটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপকমিটির সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান এমপি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, বঙ্গবন্ধু ছিলেন নির্লোভ-নির্মোহ ও অদম্য সাহসী ব্যক্তিত্ব, যিনি আমাদের একটি স্বাধীন দেশের পাশাপাশি বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান উপহার দিয়ে গেছেন। নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, সকলের বিদ্যুৎপ্রাপ্তির অধিকার, গ্রামে শহরের সুযোগ-সুবিধা বিস্তৃতকরণ ইত্যাদি বিষয় তিনি অত্যন্ত দুরদর্শিতার সাথে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে গেছেন। এই মহান ব্যক্তিকে না হারালে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে যেতো। এসময়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র হাতকে শক্তিশালীকরণে নবপ্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনকালে এবং পরবর্তী আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা উপকমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৫৯   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ