বাংলাদেশে ইয়াবা পাচারকে উৎসাহিত করছে মিয়ানমার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে ইয়াবা পাচারকে উৎসাহিত করছে মিয়ানমার
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২



---

প্রতিবেশী দেশ মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশে ইয়াবা পাচারকে উৎসাহিত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হলেও মিয়ানমারের সামরিক শাসক বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচারে পৃষ্ঠপোষকতা করছে। এ কারণে অবৈধ মাদকের পাচার বেড়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমান সামরিক শাসনামলে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হওয়া ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র শাসনামলে জব্দ করা পরিমাণের তুলনায় আড়াই গুণ বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নাফ নদীর সীমান্তবর্তী সবচেয়ে বেশি ব্যবহৃত রুট ছাড়াও প্রত্যন্ত স্থল সীমান্ত এলাকা দিয়েও মাদক বাংলাদেশে প্রবেশ করে।

আসাদুজ্জামান খাঁন বলেন, ইয়াবার রুট হিসেবে ব্যবহৃত বান্দরবান ও খাগড়াছড়িতে অনেক দুর্গম এলাকা রয়েছে, যেখানে সার্বক্ষণিক নজরদারি সম্ভব নয়। সেখানে এক বিওপি থেকে অন্য বিওপিতে যেতে দুই দিন সময় লাগে। ওই সব এলাকায় বিওপির সংখ্যা বাড়ানো হচ্ছে।

কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা আসতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়ছে।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও মাদক ব্যবসা ও সেবন রোধ করা সম্ভব হচ্ছে না।

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৫৫   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ