বিশ্বকাপ ১৯৫৮: ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বকাপ ১৯৫৮: ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২



---

এর আগে বেশ কয়েকটি বিশ্বকাপে অংশ নিয়েছিল ব্রাজিল তবে, শিরোপার স্বাদ পাওয়া হয়নি। ১৯৫৮ সালে এক তরুণের উত্থানে পাল্টে গেল দৃশ্যপট। তার হাত ধরে রচিত হলো নতুন ইতিহাস। ফাইনালে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল সেলেসাওরা। এই শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন মাত্র ১৭ বছরের এক তরুণ। তিনি আর কেউ নন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় পেলে।

ফিফা বিশ্বকাপ ১৯৫৮ বেশকিছু নতুনত্ব নিয়ে হাজির হয়েছিল বিশ্ব ফুটবলপ্রেমীদের মাঝে। ১৯৫৪ বিশ্বকাপে প্রথম টেলিভিশন সম্প্রচারের পর সুইডেনে অনুষ্ঠিত এই বিশ্বকাপেই প্রথম বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়। গোটা দুনিয়ারে ফুটবল ভক্তদের হাতের নাগালে আসে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। তবে এসব কিছু ছাপিয়ে ১৯৫৮ বিশ্বকাপ আলোচিত হয়ে আছে ফুটবলের এক মহাতারকার উত্থানে।

১৯৫৮ বিশ্বকাপের আগে প্রতিটি বিশ্ব আসরে অংশ নিয়েছিল ব্রাজিল। ফাইনালেও পৌঁছানোর অভিজ্ঞতা ছিল ল্যাটিন আমেরিকার দেশটির। তবে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

১৯৫৮ সালে প্রায় সাদামাটা এক দল সুইডেন বিশ্বকাপে অংশ নেয় ব্রাজিল। তবে বিশ্বকাপ জয়ের জন্য বদ্ধপরিকর ছিল সেলেসাওরা। তৎকালীন কোচ ভিনসেন্ট ফিউলা নিজেই একজন সুপারভাইজার, চিকিৎসক, ট্রেনার ও মনোবিদের ভূমিকায় অবতীর্ণ হন। কথিত আছে, ফুটবলারদের যেন মন সংযোগে ব্যত্যয় না ঘটে এ জন্য হোটেলের সব নারী কর্মীদের পরিবর্তে নিয়োগ দেয়া হয় পুরুষ কর্মী। সব মিলিয়ে বিশ্বজয়ের জন্য বদ্ধপরিকর এক দলে পরিণত হয় ব্রাজিল।

যার ফলও তারা পেতে থাকে। গ্রুপের শেষ ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে বড় জয় পায় ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে প্রথম গোলের দেখা পান পেলে। সেমিফাইনালে ১৭ বছর বয়সী পেলের ভয়ংকর রূপ দেখে ফুটবল বিশ্ব। পেলের হ্যাটট্রিকে ফ্রান্সকে ৫-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে সেলেসাওরা।

স্টকহোমে ফাইনালে স্বাগতিক সুইডেনের মুখোমুখি হয় ব্রাজিল। ফাইনালে ম্যাচ ছাপিয়ে আলোচনায় আসে দুই দলের জার্সি। কারণ ব্রাজিল ও সুইডেনের দুই দলেরই জার্সির রং হলুদ। কে হলুদ জার্সি পরে মাঠে নামবে এ জন্য অনুষ্ঠিত হয় ড্র। যেখানে হেরে যায় ব্রাজিল। ফলে হলুদ জার্সি ছেড়ে নীল জার্সিতে মাঠে নামে সেলেসাওরা।

ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে পিছিয়ে পড়েও ভাভার দুই গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে সেলেসাওরা। দ্বিতীয়ার্ধের শুরতেই গোলে করে সেলেসাওদের আরও এগিয়ে দেন পেলে। শেষ মুহূর্তে আরও এক গোল করেন বিস্ময় বালক পেলে। তার গোলে ৫-২ ব্যবধানের প্রথমাবেরর মতো বিশ্ব জয়ের উল্লাসে মেতে ওঠে সেলেসাওরা। ফুটবল বিশ্বে উত্থান হয় ব্রাজিল ও কিংবদন্তি পেলের।

বাংলাদেশ সময়: ১২:৩৭:০৯   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ