বদলে যাচ্ছে চিরচেনা জিমেইল!

প্রথম পাতা » আন্তর্জাতিক » বদলে যাচ্ছে চিরচেনা জিমেইল!
শুক্রবার, ২৬ আগস্ট ২০২২



---

বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে জিমেইল ছাড়া যেন এক মুহূর্ত ভাবা যায় না। গুগলের বিনামূল্যে ওয়েব মেইল যোগাযোগ বা তথ্য সরবরাহ করতে ব্যবহৃত হয়ে থাকে। এটিই এখন সবার ভরসা। যদিও ইতিমধ্যে অনেক পরিবর্তনই জিমেইলে আনা হয়েছে। তবে গুগল ইউজারদের কথা ভেবে এর ইন্টারফেসে আরও বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে গুগল কর্তৃপক্ষ।

জিমেইলের রিডিজাইনে আসছে মেইল, মিট, চ্যাট ও স্পেসেসের মতো ফিচারগুলো। আপডেটের মধ্যে আরও রয়েছে বেশকিছু নতুন ফিচার, উন্নত ইমোজি সাপোর্ট, একসেসিবিলিটি ফিচার ও অন্যান্য আপগ্রেড সুবিধাগুলো।

নতুন ইন্টারফেসে মেইল, মিট, চ্যাট ও স্পেসের মতো ফিচারগুলো একই লিস্টে থাকবে। তাই আগের মতো কনভারসেশন লিস্ট থেকে একে একে সিলেক্ট করার প্রয়োজন হবে না।

দ্রুত কনভারসেশনের জন্য রয়েছে সহজ অ্যাকসেস পদ্ধতি। ডকস, সিটের মতো ওয়েব অ্যাপেও একইরকম পরিবর্তন আনছে গুগল।

নতুন এই পরিবর্তনের মাধ্যমে ইউনিফাইড স্টাইল ও জিমেইল সার্চ ইম্প্রুভমেন্টসের মতো নতুন এআই পাওয়ারড ফিচারও থাকবে। কোনো নির্দিষ্ট বিষয় খুঁজে পেতে জিমেইলে সার্চ রেজাল্ট ফিচারটিও উন্নত করা হবে।

গুগল অফিশিয়াল পেজে জানিয়েছে, পারসোনালাইজড সাজেশনসহ নাম আর ইমেইল অ্যাড্রেসের জন্য ইনটেন্ট ফিচারও আসবে জিমেইলে।

এই ইনটেন্ট ফিচার মেশিন লার্নিং টুল ব্যবহারকারীদের তাদের সার্চের সঙ্গে সম্পর্কিত বিষয় দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।

নতুন এইসব সুবিধায় চেট ফিচার চালু না থাকলেও অটোমেটিক সুবিধা অ্যাকটিভেট হয়ে যাবে। কর্মস্থলে ইতিমধ্যে এসব সুবিধা চালু করেছে জিমেইল। তবে যদি নতুন ইন্টারফেস আপনার পছন্দ না হয় তবে আগের ইন্টারফেসে ফিরে যাওয়ার সুযোগ রয়েছে ইউজারদের।

এর জন্য জিমেইলে ইন হয়ে ডানদিকের অপশন থেকে সেটিং সিলেক্ট করুন। কুইক সেটিং থেকে গো বেক টু দ্য অরিজিনাল জিমেইল ভিউ অপশন সিলেক্ট করতে হবে। এরপর নতুন অপশন থেকে রিলোড অপশন সিলেক্ট করলেই আগের ইন্টারফেসে ফিরে যাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২:২৮:২১   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ