বঙ্গবন্ধুর সময়ের জিডিপি এখনো কেউ স্পর্শ করতে পারেনি : আব্দুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর সময়ের জিডিপি এখনো কেউ স্পর্শ করতে পারেনি : আব্দুর রহমান
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২



---

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন করেছিলেন। সেই সময়ে জিডিপি ছিলো ৯ দশমিক ১ শতাংশ। আজও পর্যন্ত কেউ সেই জিডিপি স্পর্শ করতে পারেনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ মিলনায়তনে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন. ‘বাংলাদেশে আর কখনোই অসাংবিধানিক সরকার আসবে না। আর আমরা সেটা মেনেও নেব না। এই নির্বাচন কমিশনের অধীনে ২০২৪ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকেই ম্যান্ডেট দেবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর অসম্পূর্ণ কাজ শেষ করবেন।’ তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামায়াত দিনের পর দিন হরতাল পালন করেছিল, মানুষের গায়ে আগুন লাগিয়ে কয়লা করে দিয়েছে। তখন তারা বলেছিলেন, আন্দোলন সফল না হলে ঘরে ফিরবেন না। তবে তাদের আন্দোলনও সফল হয়নি, ব্যর্থ হয়ে ঘরে ফিরেছেন। এবারও তারা আর ঘর থেকে বের হতে পারবেন না।
সমিতির সভাপতি শিহাবুল আলম রেজওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর রহমান, সমাজকল্যাণ ইন্সটিটিউটের শিক্ষক রনি মৃধা, ইজি ফ্লাই এক্সপ্রেসের হেড অব অপারেশন খন্দকার পারভেজুল হক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এনায়েত হোসেন রাজা ও ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী দশজনকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৪   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ