মানবতা বিরোধীদের মুখে মানবাধিকার ও ভোটাধিকারের প্রশ্ন শোভা পায় না - চীফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবতা বিরোধীদের মুখে মানবাধিকার ও ভোটাধিকারের প্রশ্ন শোভা পায় না - চীফ হুইপ
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২



---

ঢাকা, ২৫ আগস্ট ২০২২ : ”১৫ আগস্ট ও ২১ আগস্ট পৃথিবীর জঘন্যতম ও ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়ে বঙ্গবন্ধুর পরিবারকে সব ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়। দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধীরা ভোটের অধিকার হরণ করে এ দেশের ক্ষমতা দখলের মাধ্যমে জাতির পিতার পরিবারকে হত্যার বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়। উল্টো বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়। আজ তাদেরই উত্তরাধিকারেরা খালেদা জিয়াকে বাসায় বসে চিকিৎসা নেয়ার সুযোগদানকারী ও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দান করে মানবতার অপূর্ব দৃষ্টান্ত স্থাপনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে মানবতা ও ভোটাধিকারের প্রশ্ন করেন?”

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী, এমপি জাতীয় শোক দিবস ২০২২ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ন্যশনাল মেডিকেল কলেজের উদ্যোগে কলেজ ভবনের ৭ম তলায় মিজানুর রহমান খান হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নূর ই আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আমাদের কাছে একটি আদর্শ। জাতির পিতার সব কাজকে আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো। বঙ্গবন্ধুর ছাত্রজীবন, সাংগঠনিক ক্ষমতা, নেতৃত্ব, ছয় দফা, স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, শুধু তাই নয় যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুণর্ঠনে যেভাবে নিরলস পরিশ্রম করেছেন তা বাঙালি জাতির জন্য একটি আদর্শ।

চীফ হুইপ বলেন, জাতির পিতা আমাদেরকে একটি পবিত্র সংসদ ও সংবিধান দিয়ে গেছেন। নিজামী, মুজাহিদ ও সাকা চৌধুরীর মত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে লাল সবুজের পতাকা তুলে দিয়ে সংসদের পবিত্রতা নষ্ট করা হয়েছে। এখন আবার সংসদ পবিত্র হয়েছে কিন্তু সংসদীয় এলাকায় এখনও স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনের কুশীলবদের লাশ রয়ে গেছে। কমিশন করে এসব স্থাপনা উৎখাতের মাধ্যমে সংসদের মাটিকে পবিত্র করতে হবে।

তিনি আরও বলেন, বেসরকারী চিকিৎসা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার দীর্ঘ সময় এ খাতে ভর্তুকি দিতে পারবে না। চিকিৎসা ব্যবস্থার মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন বিদেশ থেকে মানুষ এ দেশে চিকিৎসা নিতে আসে। আমাদের প্রবাসী শ্রমিকগণ অনেক কষ্টের বিনিময়ে এ দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করছে অথচ আমরা বিদেশে চিকিৎসা নিতে গিয়ে সে মুদ্রা দেশের বাইরে ঢেলে আসছি, এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের পথে বাধা তৈরি করতে ষড়যন্ত্রকারীরা তাঁদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । তাদের সকল ষড়েযন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ সামসুর রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ডা. মিজানুর রহমান কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট কাজী ফিরোজ রশিদ, এমপি ও কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১০   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ