এশিয়া কাপে ভারত, পাকিস্তানের গ্রুপে হংকং

প্রথম পাতা » খেলা » এশিয়া কাপে ভারত, পাকিস্তানের গ্রুপে হংকং
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২



---

বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং। এর মাধ্যমে টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে থাকা ভারত ও পাকিস্তানের সঙ্গে জায়গা করে নিলো দলটা। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

আগামী ৩১ আগস্ট হংকং নিজেদের প্রথম ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ সেপ্টেম্বর শারজায়।

এশিয়া কাপের মূল পর্বে উঠতে বাছাই পর্বে লড়েছে হংকংয়, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সিঙ্গাপুর। প্রত্যাকটি দল একটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দলের বিপক্ষে।

গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত হয় বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ। মুখোমুখি হয় হংকং-আরব আমিরাত এবং কুয়েত-সিঙ্গাপুর।

হংকং নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরেই ছিল। বাকি একটা ম্যাচ জয় পেলেই নিশ্চিত হওয়ার কথা মূল পর্বের টিকিট।

মূল পর্বে খেলার সম্ভাবনা ছিল কুয়েতেরও। এক্ষেত্রে যদি তারা সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় আর হংকংকে হারিয়ে দেয় আরব আমিরাত তবেই আশা ছিল কুয়েতের।

কিন্তু সেটি আর হতে হয়নি। সিঙ্গাপুরকে ১০৪ রানে অলআউট করে কুয়েত জয় তুলে নেয় ৭৩ বল বাকি থাকতে ৬ উইকেটে। কুয়েত বড় ব্যবধানে জয় পেলেও ওমানের আল অ্যামারাত স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে আমিরাত সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৪৭ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে হংকংয়ের দুই ওপেনার নিজাকাত ও নাসিম মুর্তজা তুলে ফেলেন ৮৫ রান।

শেষপর্যন্ত ১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিতের সঙ্গে এশিয়া কাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করে ফেলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা দলটি।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২১   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ