আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২



---

ইরানের সঙ্গে পশ্চিমাদের পরমাণু আলোচনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। তবে স্থিতিশীল আছে স্বর্ণের দাম। টানা এক সপ্তাহ কমার পর খোলাবাজারে কিছুটা বেড়েছে ডলারের দাম।

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে পশ্চিমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি উৎপাদন কমানোর হুঁশিয়ারি দেয় বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব। ফলে গত মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্কগুলো। দুদিনের ব্যবধানে তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ৫ থেকে ৬ ডলার।

সবশেষ বৃহস্পতিবার (২৫ আগস্ট) অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৯৫ ডলারে। দুদিন আগেও যা বিক্রি হয় ৯০ ডলারে। অপর বেঞ্চমার্ক ব্রেন্টক্রুডও দুদিনের ব্যবধানে ছয় ডলার বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১০১ ডলারে।

এদিকে দেশের বাজারে দাম বাড়ানো হলেও গত এক সপ্তাহ ধরে স্বর্ণের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে আন্তর্জাতিক বাজারে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫৬ ডলারে। দেশের বাজারে সবশেষ গত রোববার স্বর্ণের দাম বাড়ানো হয়। প্রতি ভরিতে স্বর্ণের দাম বৃদ্ধি পায় ৯৩৩ থেকে ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত।

এ ছাড়াও খোলাবাজারে ফের বাড়তির দিকে ডলারের দাম। ডলার সংকটের কারণে গত ১০ আগস্ট দাম উঠে যায় ১২০ টাকায়। এরপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপে এক সপ্তাহের মধ্যেই ডলারের দাম নেমে আসে ১০৭ টাকায়।

তবে আজ রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে ১০৯ থেকে ১১০ টাকার মধ্যে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সবশেষ দাম ৯৫ টাকা দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:০৭   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ