জুলাইয়ে ১৭ হাজার ৫২০ কোটি টাকার রাজস্ব আয় : প্রবৃদ্ধি ১৫ শতাংশ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » জুলাইয়ে ১৭ হাজার ৫২০ কোটি টাকার রাজস্ব আয় : প্রবৃদ্ধি ১৫ শতাংশ
বুধবার, ২৪ আগস্ট ২০২২



---

চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১৭ হাজার ৫২০ কোটি ৪৫ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। গত করবর্ষের জুলাই মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৪৪ কোটি ২৫ লাখ টাকা।
এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-জুলাই মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৬ হাজার ৭৬৬ কোটি ৬৮ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৬ হাজার ২১ কোটি ৬২ লাখ টাকা এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৪ হাজার ৭৩২ কোটি ১৫ লাখ টাকা। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় কিছুটা পিছিয়ে আছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাতে রাজস্ব আয় বেড়েছে ৩৭ দশমিক ৬৮ শতাংশ। গত করবর্ষের একই সময়ে আয় ছিল ৪ হাজার ৯১৪ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ্য সময়ে মূসক রাজস্ব আয় বেড়েছে ১০ শতাংশ। গত করবর্ষের প্রথম মাসে মূসক রাজস্বের পরিমাণ ছিল ৫ হাজার ৭৯৭ কোটি ৪৮ লাখ টাকা। তবে জুলাই মাসে আয়কর খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়নি।
উল্লেখ্য, চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি এবং প্রথম মাস জুলাইয়ের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৫৮৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৮   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেচে সহযোগিতা করবে জার্মানি
‘ভোজ্যতেল আমদানি করতে বছরে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়’
কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
কুমিল্লায় রোপা আমনের মাঠে সবুজ হাসি
ইতিহাসের এই দিনে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় ‘সিরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার: শেখ হাসিনা
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বাংলাদেশের পরিস্থিতি অবগত আছি : জাপানের রাষ্ট্রদূত

আর্কাইভ