সরিষাবাড়ীতে ভুয়া মেজর গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ভুয়া মেজর গ্রেফতার
বুধবার, ২৪ আগস্ট ২০২২



---

জামালপুরের সরিষাবাড়ীতে এক ভুয়া মেজর কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত ১১ টার দিকে সরিষাবাড়ী থানা সংলগ্ন বাসস্ট্যান্ড মোড় হতে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামি লিটন মিয়া (৩৫) সরিষাবাড়ী উপজেলার বাউসী বাঙ্গালীপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত ০১৭৫৮-০০২৫৫০ মোবাইল নম্বর থেকে বিভিন্ন সময় উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন ব্যবসায়ী, সাবেক ও বর্তমান কাউন্সিলর ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে সরিষাবাড়ীর থানা ও ডিবি পুলিশের এসআই, এএসআই, আর্মির মেজর, কর্ণেল, র‌্যাবের সিও, দুদক কর্মকর্তা, সিআইডির অফিসার পরিচয় দিয়ে টাকা চেয়ে প্রতারণা করে আসছিল।

উক্ত সংবাদটি সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরকে সকল ব্যক্তিবর্গ অবগত করলে। সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী হয়। যার ডায়েরী নং-১১৭১।

পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরিষাবাড়ী থানা সংলগ্ন বাসস্ট্যান্ড মোড়ে শহিদুল্লাহ্ ষ্টোরের সামনে থেকে ভুয়া মেজর লিটন মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতার কালে তার নিকট হতে Symphony D48 মডেলের একটি কালো রঙের বাটন মোবাইল সহ ২টি সীম কার্ড জব্দ করে পুলিশ। পরে ওই ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই (নিঃ) আব্দুল খালেক বাদী হয়ে ১৭০/৪১৯/৪২০ ধারায় ২৪ আগষ্ট রাতে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর কে জানান “তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া মেজর লিটনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১৮   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ