জ্বালানি আমদানিতে রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » জ্বালানি আমদানিতে রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপ
বুধবার, ২৪ আগস্ট ২০২২



---

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি সংকট। ফলে জ্বালানি আমদানিতে এখন রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপের বিভিন্ন দেশ। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের কানাডা সফরেও গুরুত্ব পেয়েছে বিষয়টি। একই সঙ্গে ইউক্রেন সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন চ্যান্সেলর শলজ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতসহ নানা সংকটের সমাধান খুঁজতে কানাডা সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। মঙ্গলবার (২৩ আগস্ট) টরন্টোতে জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে শলজ বলেন, জ্বালানি নিরাপত্তা জোরদার, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুদেশের নীতিই অভিন্ন।

জার্মান চ্যান্সেলর আরও বলেন, আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে গত কয়েক মাসের মধ্যে কানাডার সঙ্গে জার্মানির বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সেটা নিয়ে আমরা গর্বিত। আমাদের দুই জাতির উদ্দেশ্য এক ও অভিন্ন। বিশেষ করে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের সেনারা যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়।

এ সসময় ইউক্রেনে রুশ অভিযানকে চরম বর্বরতা উল্লেখ করে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া যা করছে তা অগ্রহণযোগ্য। সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে। তাই আমি মনে করি, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সঠিক সিদ্ধান্ত। তাদের অর্থনীতিকে আটকে না দিতে পারলে প্রেসিডেন্ট পুতিন আরও আগ্রাসী হয়ে উঠবেন। তাই বাল্টিক অঞ্চলে আমাদের সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে, আসন্ন শীত মৌসুমের আগেই জার্মানিতে কানাডা কিংবা অন্য কোনো দেশ থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি নিয়ে একান্ত আলাপ করেন শলজ ও ট্রুডো।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৪৫   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ