পর্দায় ফিরতে চলেছেন নিখিল-শ্যামা, তবে অন্য রূপে

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্দায় ফিরতে চলেছেন নিখিল-শ্যামা, তবে অন্য রূপে
বুধবার, ২৪ আগস্ট ২০২২



---

দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। বাংলা টেলিভিশনের ইতিহাসে অন্যতম সফল ধারাবাহিকও বটে। একটা সময় টিআরপি লিস্টে সবার প্রথম জায়গা দখল করে এসেছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক। দর্শকদের মন দখল করে থেকেছে এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র নিখিল আর শ্যামা। অর্থাৎ নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা।

নিখিল অন্য ধারাবাহিকের মুখ্য চরিত্র হয়ে কামব্যাক করলেও তিয়াশা বেশকিছু সময় বিরতি নিয়েছিলেন। প্রাক্তন স্বামী সুবানের সঙ্গে সম্পর্কে ইতি টেনে নতুন যাত্রায় তিয়াশা। ফের জুটি বাঁধতে চলেছেন নিখিলের সঙ্গে। সৌজন্যে পরিচালক সুশান্ত দাস।

স্টার জলসার নতুন মেগায় ফিরতে চলেছেন দর্শকদের পছন্দের জুটি নিখিল-তিয়াশা। দুজনের সম্পর্কের রসায়ন পছন্দ করেছিল দর্শক। বিশেষ করে শ্যামা অর্থাৎ তিয়াশার লুকে মুগ্ধ ছিল দর্শক। গল্পে তাদের সম্পর্কের ওঠাপড়ায় দর্শকরাও অভ্যস্ত হয়ে পরেছিলেন। ফের একবার নতুন রূপে নিখিল-শ্যামাকে দেখনোর জন্য মুখিয়ে দর্শকমহল। তবে কীভাবে তাদের দেখা যাবে, এই নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। এমনকি চ্যানেলের পক্ষেও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সবটাই সময়ের অপেক্ষা।

এদিকে পরিচালক সুশান্ত দাস বেশ ব্যস্ত বাংলা ও হিন্দি ধারাবাহিকের কাজ নিয়ে। মুম্বাইয়ে পরপর বাংলা ধারাবাহিকের হিন্দি রিমেক করছেন। নতুন অফিসও খুলেছেন সেখানে। এদিকে সম্প্রতি পরিচালকের ‘বৌমা একঘর’ ধারাবাহিকটি তিন মাস চলতে না চলতেই বন্ধ হয়ে যায়৷ কারণ টিআরপি লিস্টে সেইভাবে জায়গা করতে পারেনি পরিচালকের এই ধারাবাহিক। তাই এখন সুশান্ত দাসের পাখির চোখ পুরনো জুটিকে ফিরিয়ে এনে ছক্কা হাঁকানোর। তবে দর্শক কিন্তু গল্পে বিশ্বাসী। জুটি পছন্দের হলেও গল্প না ভালো লাগলে মুখ থুবড়ে পরতে বাধ্য। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সেইমত আটঘাট বেঁধেই ময়দানে নামছেন পরিচালক এবং চ্যানেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১:০৬:৩৪   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ