‘জ্ঞানার্জনের জন্য বই পড়ার বিকল্প নেই’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জ্ঞানার্জনের জন্য বই পড়ার বিকল্প নেই’
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২



---

‘বই হচ্ছে মানুষের এক অমূল্য সম্পদ এবং জ্ঞান অর্জনের অন্যতম পাথেয়। আর বইমেলা হলো হরেক রকমের বইয়ের সঙ্গে বিচিত্র মানুষের মেলবন্ধনের মাধ্যম। বইমেলার মাধ্যমে বইয়ের সঙ্গে মানুষের এক ধরনের নিবিড় আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে থাকে। ব্যক্তিজীবনে জ্ঞানার্জনের জন্য বই পড়ার বিকল্প কোন উপায় নেই।’ মাদারীপুরে প্রথমা প্রকাশনের ৬ দিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে আগত অতিথি বক্তারা এসব কথা বলেন।

সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মাদারীপুর পৌরসভার নিচতলার সভাকক্ষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন মেয়র মো. খালিদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মো. খালিদ হোসেন বলেন, ‘মানবিক চর্চা ও সভ্য আচরণের জন্য বই পড়া দরকার। বই পড়া থেকে কোনোভাবেই সরে আসা যাবে না। কর্মজীবনে যতই কাজ থাক না কেন তবুও বই পড়তে হবে। আমাদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে যারা এ ধরনের বইমেলা আয়োজন করেন তাদের মধ্যে অবশ্যই দেশাত্মবোধক রয়েছে। এছাড়া প্রথমবারের মতো মাদারীপুর পৌরসভায় প্রথমার বইমেলার আয়োজন করায় তিনি প্রথমা প্রকাশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।’

প্রথম আলো মাদারীপুর বন্ধুসভার সভাপতি অখিল সরকার ও সহ-সভাপতি কুমার লাভলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের সিভিল সার্জন মো. মুনীর আহমদ খান, মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চাইলাউ মারমা, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, নুরজাহান সেলিম নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরোয়ার, উদীচী জেলা সংসদের সভাপতি রেজাউল আমিন হাওলাদার, মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চাইলাউ মারমা বলেন, ‘বইমেলা বর্তমান যুগের ছেলে-মেয়েদের জন্য এক মিলন মেলা। কারণ নতুন, পুরনো নানা লেখকের বই মেলায় পাওয়া যায়। বই না পড়লে ভালো লেখক, সাহিত্যিক, গল্পকার, ছড়াকার ও কাহিনীকার তৈরি হবে না। বই পড়লে ইউনিক মানুষ তৈরি হবে। মানুষের চিন্তাধারা পরিবর্তন হবে। তাই বই পড়া বাড়াতে বইমেলাও বাড়াতে হবে।’

মাদারীপুরের সিভিল সার্জন মো. মুনীর আহমদ খান বলেন, ‘বইমেলা মানুষের প্রাণের মেলা। মেলায় আসা বইয়ে ভিন্নতা রয়েছে। বর্তমান যুগের শিক্ষার্থীরা জ্ঞান বিকাশের জন্য পাঠ্য বইয়ের বাইরে অন্য বই খুব কমই পড়ে। এ কারণে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বই মেলার ফলে শিক্ষার্থীরা বই পড়ায় আগ্রহ কিছুটা হলেও বাড়বে।‘

প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, আমরা বছরব্যাপী সারা দেশে বইমেলা করে থাকি। আশা করছি, আগামী বছরগুলোতেও মাদারীপুরে প্রথমার বইমেলা করব। এ সময় বই মেলাটি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মাদারীপুর বন্ধুসভার সার্বিক সহযোগিতায় প্রথমা প্রকাশনের এ মেলার শেষ দিন ২৭ আগস্ট। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা চলবে। বইমেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ মূল্যছাড়ে বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বই ২৫ শতাংশ বিশেষ মূল্যছাড়ে বিক্রি হচ্ছে। বইমেলাটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৭   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ