নানান ক্যাডার সার্ভিসের প্রয়োজন নিয়ে পরিকল্পনামন্ত্রীর প্রশ্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নানান ক্যাডার সার্ভিসের প্রয়োজন নিয়ে পরিকল্পনামন্ত্রীর প্রশ্ন
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২



---

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পেশাগত ও কারিগরি মিলিয়ে অনেকগুলো ‘ক্যাডার’ রয়েছে। এসব ক্যাডার বিভক্তির প্রয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সরকার বিসিএস (প্রশাসন) ও বিসিএস (ইকোনমিক) ক্যাডার দুটিকে একীভূত করেছে। এতে কাজের আরও ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ আগস্ট) নগরীর ফার্মগেটে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) মিলনায়তনে ‘স্ট্র্যাকচার অব ফাউন্ডেশন ট্রেইনিং কোর্স ইন বাংলাদেশ সিভিল সার্ভিসেস: ইটস ইভ্যালুয়েশন সিন্স ১৯৭৭’ শীর্ষক গবেষণা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন বাঙালি ও কিউরিয়াস ব্যক্তি হিসেবে আমার কিছু অভিব্যক্তি আছে, যা আমি সাহস করে বলে ফেলি। আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে? বিশ্বের স্বীকৃত উন্নত দেশ আমেরিকা-ইউরোপে কি এই সিস্টেম আছে? উন্নত দেশে ক্যাডার সার্ভিস না থেকে যদি ভালো পারফর্ম করে, তাহলে আমরা কেন পারবো না? বৃটিশরা কি ক্যাডার সার্ভিসে কাজ করে? আমি নিজেও কিন্তু ক্যাডারের মানুষ, ক্যাডারের অনেক সুযোগ সুবিধা ভোগ করেছি। আমাদের কৃষক ও শ্রমিকের কি ক্যাডার আছে? তারা কিন্তু অনেক ভালো করছে। আমাদেরও ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। এশিয়ায় প্রপার সেন্সে সিভিলাইজেশন হয়নি। পাকিস্তান, ভারত, বাংলাদেশে ক্যাডার সিস্টেম আছে ভয়ঙ্করভাবে। এতে কী লাভ হয়েছে দেশগুলোতে!

মন্ত্রী আরও বলেন, আমি যখন সার্ভিসে ছিলাম, তখন গ্রামে কাজ করেছি, এখনো করি। ক্যাডারে যখন ছিলাম তখন ব্যারিয়ার ছিল। পরে রাজনীতিতে আসি। রাজনীতির ক্ষেত্রে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। আমি এখন সহজে মানুষের সঙ্গে মিশতে পারি। নানা ক্যাডারে বিভক্ত আমলাতন্ত্রের কী প্রয়োজন? তবে সার্ভিস থাকবে। যে যার দায়িত্ব পালন করবে। ডাক্তাররা ডাক্তারের দায়িত্ব পালন করবেন। যে ব্যক্তি যে কাজে দক্ষ, সেই ব্যক্তি সেই কাজে দায়িত্ব পালন করবেন। জোর করে কারো উপর কোনো কাজ চাপিয়ে দেওয়া উচিত নয়।

বিএসটিডির প্রেসিডেন্ট এম জানিবুল হকের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন বিএসটিডির মহাসচিব এম খায়রুল কবীর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএসটিডির নির্বাহী সদস্য বেগম সালেহা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৯   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ