বাংলাদেশের পেছনেই থাকল পাকিস্তান

প্রথম পাতা » খেলা » বাংলাদেশের পেছনেই থাকল পাকিস্তান
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২



---

ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত পয়েন্টের নিরিখে ছুঁতে পারলেও ছাড়ানো গেল না। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে বাবর আজম বাহিনী এখন আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। পয়েন্টের নিরিখে সমান হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ দ্বিতীয় স্থান ধরে রেখেছে।

গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জয় তুলে সবার আগে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে নিজেদের খাতায় আরও ২০ পয়েন্ট যোগ করে তামিম বাহিনী।

তবে বাংলাদেশকে দীর্ঘ সময় তালিকার শীর্ষে থাকতে দেয়নি ওয়ানডে ফর‌ম্যাটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ১২৫ পয়েন্ট নিয়ে টাইগারদের থেকে শীর্ষস্থান ছিনিয়ে নেয় ইংলিশরা। দ্বিতীয় স্থানে চলে যায় বাংলাদেশ। এবার একই প্রতিপক্ষকে (নেদারল্যান্ডস) হোয়াইটওয়াশ করে টাইগারদের ছুঁয়ে ফেলল পাকিস্তানও।

১৮ ম্যাচে ১২ জয়ে ১২৫ রেটিং নিয়ে সবার শীর্ষে ইংল্যান্ড। অন্যদিকে দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০। এছাড়া বাংলাদেশের সমান ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। নেট রানরেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ থেকে একধাপ পেছনেই আছে তারা। তামিম বাহিনীর রানরেট দশমিক ৩৮৪ আর বাবরদের রানরেট দশমিক ২১৭।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। একই অবস্থা পাকিস্তানেরও। আইসিসির ওয়ানডে সুপার লিগ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে ভারত। তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। পয়েন্টের হিসেবে ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে। সরাসরি সুযোগ পাওয়ার পথে শঙ্কায় আছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৫:১৯:১১   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ