রবার্ট লিওয়ানদোস্কির জোড়া গোলের সাথে আনসু ফাতি ও ওসমানে ডেম্বেলের গোলে রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে পরাজিত করেছে ভিয়ারিয়াল।
পোলিশ তারকা লিওয়ানদোস্কির কাল ছিল ৩৪তম জন্মদিন। রিয়াল এরেনায় ম্যাচ শুরুর মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে লেভা গোল করে বার্সাকে এগিয়ে দেন। জন্মদিন উদযাপনের এর থেকে ভাল সুযোগ আর হতে পারেনা। বায়ার্ন মিউনিখ থেকে ক্যাম্প ন্যুতে আসার পর এটাই লেভার প্রথম গোল। যদিও বার্সেলোনার এই লিড বেশীক্ষন স্থায়ী হয়নি। আলেক্সান্দার ইসাকের গোলে ৬ মিনিটেই সমতায় ফিরে রিয়াল। কিন্তু বদলী বেঞ্চ থেকে উঠে এসে স্প্যানিশ তরুন ফাতি ৬৬ ও ৬৮ মিনিটে ডেম্বেলে ও লিওয়ানদোস্কির গোলের যোগান দিয়েছেন। এরপর নিজেও করেছেন এক গোল। আর এতেই বড় জয় নিশ্চিত করেই বাড়ি ফিরেছে বার্সা।
মৌসুমের শুরুতে ঘরের মাঠে রায়ো ভায়োকানোর সাথে গোলশুন্য ড্র করে হতাশা দিয়েই লা লিগা শুরু করেছিল বার্সেলোনা। যদিও ঐ ম্যাচের পর কোচ জাভি সমর্থকদের ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়েছিলেন। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে লিওয়ানদোস্কি, রাফিনহা, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ফ্রাংক কেসিদের মত খেলোয়াড়দের দলে ভিড়িয়ে জাভি স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও চাপমুক্ত রয়েছেন।
রায়োর বিপক্ষে এই চারজনেরই বার্সেলোনার জার্সি গায়ে লিগে অভিষেক হয়েছিল। কিন্তু সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দেবার পরেও ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্ডের রেজিষ্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি। আর্থিক বিষয়ে কিছুটা জটিলতা দেখা দেয়ায় কুন্ডের রেজিষ্ট্রেশন নিয়ে ঝামেলা তৈরী হয়েছে।
রোববার সফরকারী বার্সেলোনার ম্যাচের শুরুটা হয়েছিল একেবারেই স্বপ্নের মত। ১৮ বছর বয়সী ফুল-ব্যাক আলেহান্দ্রো বালডের লো ক্রসে লিয়ানদোস্কি দারুন ফিনিশিংয়ে বার্সাকে যখন এগিয়ে দেন তখন ঘড়ির কাটায় ম্যাচের সময় এক মিনিটও পার হয়নি। আট বছরের বায়ার্ন ক্যারিয়ারে পোলিশ এই তারকা ৩৪৪ গোল করেছেন। জুলাইয়ে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি বার্সেলোনায় যোগ দেন।
কিন্তু স্বাগতিকরা ছয় মিনিটের মধ্যেই সমতা ফেরায়। মধ্যমাঠে ফ্রেংকি ডি জং বলের পজিশন হারালে ইসাক লফটিং শটে বল জালে জড়ান। এরপর প্রথমার্ধের পুরোটা সময় বার্সেলোনাকে বেশ বিপদেই রেখেছিল সোসিয়েদাদ । ৬৪ মিনিটে ফাতি যাদুতে ম্যাচের মোড় পরিবর্তিত হয়। ১৯ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকারের দুর্দান্ত ব্যাকহিলে ডেম্বেলে বাম পায়ের জোড়ালো শটে গোল করলে বার্সা শিবিরে স্বস্তি ফিরে আসে। দুই মিনিট পর ফাতির আরো একটি চতুর পাসে লেভা নিজের দ্বিতীয় গোল করেন। দুই মৌসুম ইনজুরির সাথে লড়াই করা ফাতি এবার মৌসুমের শুরু থেকেই নিজেকে প্রমানের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। লিওয়ানদোস্কির ভলি থেকে বল পেয়ে ৭৯ মিনিটে ফাতি দলের হয়ে চতুর্থ গোলটি করেন।
এদিকে দিনের শুরুতে এ্যাথলেটিকোর মাঠে দ্বিতীয়ার্ধে ইয়েরেমি পিনো ও জেরার্ড মোরেনোর গোলে স্বাগতিকদের ২-০ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষে উঠে এসেছে ভিয়ারিয়াল। গত সপ্তাহে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের উজ্জীবিত জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছিল উনাই এমেরির দল। এ্যাথলেটিকোও প্রথম ম্যাচে গেতাফেকে একই ব্যবধানে পরাজিত করেছিল। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা ভিয়ারিয়াল লিগের চার দলের মধ্যে একটি যারা প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ী হয়েছে। আর এই জয়ের মাধ্যমে গতকাল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে গোল ব্যবধানে পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখল করেছে।
ম্যাচের শুরুতেই এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে পরীক্ষায় ফেলেছিলেন গিওভানি লো সেলসো ও এতিয়েন কাপু। বিরতির আগে মোরেনো সফরকারীদের এগিয়েও দিয়েছিলেন। কিন্তু হ্যান্ডবলের কারনে গোলটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে এ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে গোলের লক্ষ্যে আলভারো মোরাতার পরিবর্তে মাঠে নামান ম্যাথিয়াস কুনহাকে। ৭২ মিনিটে কুনহা এ্যাথলেটিকোকে প্রায় এগিয়েই দিয়েছিলেন। কিন্তু ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি দারুন দক্ষতায় তা রুখে দেন। টিন এজার পিনো দারুন এক লো শটে পরের মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। ৯৭ মিনিটে মোরেনো ব্যবধান দ্বিগুন করেন। তার আগে নাহুয়েল মোলিনা ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয়েছিল এ্যাথলেটিকো।
বাংলাদেশ সময়: ১৬:০৮:১৫ ১০৯ বার পঠিত