৫২ হাজার ডিম ছিনতাই, চক্রের ৫ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫২ হাজার ডিম ছিনতাই, চক্রের ৫ সদস্য আটক
রবিবার, ২১ আগস্ট ২০২২



---

ময়মনসিংহের ভালুকায় ৫২ হাজার ডিম বোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের সময় আটককৃত ছিনতাইকারীর তথ্যে চক্রের আরো চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারও আটক করা হয়। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে ভালুকা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে মেগার মাঠ সংলগ্ন করিম ভান্ডারীর চায়ের দোকানের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার আতকাপাড়া গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩২), একই জেলার ফুলপুর থানার গোদাইরা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. শিমুল (২৫), ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. কামরুল হাসান (১৮), কোতোয়ালী থানার চরনিলক্ষীয়া উজানপাড়া গ্রামের প্রয়াত মজিবর রহমানের ছেলে মো. আল-আমিন (৩০) ও কিশোরগঞ্জ থানার লতিবপুর বাজার মোড় মিলন মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩৯)।

ভালুকা মডেল থানার (এসআই) আবুল কালাম বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গত ১৯ আগস্ট একটি ডিম বোঝাই পিকআপ টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এটি ভালুকা বাসস্ট্যান্ড এলে একটি প্রাইভেটকার ওই ডিমের গাড়ির পেছনে ধাক্কা দেয়। পরে চালককে আটক করে গাড়িটি নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে একজনকে আটক করে।

তিনি বলেন, স্থানীয়দের হাতে আটককৃতের নাম জসিম উদ্দিন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার সঙ্গে আরো তিনজন ছিল বলে নাম প্রকাশ করে। পরে ওই প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে আখের গুড়, ঘুমের ট্যাবলেট ও চেতনার মলম পাওয়া যায়। এ চক্রটি বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও ডিমের গাড়ি ছিনতাই করে বেড়ায়।

আটক জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভালুকা থেকে অটো চোরের চক্রের দুই সদস্য, সদর থেকে অটোসহ এক চোর এবং কিশোরগঞ্জ থেকে অটোসহ আরেক চোরকে আটক করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০০   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ