শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার

প্রথম পাতা » চট্রগ্রাম » শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
রবিবার, ২১ আগস্ট ২০২২



---

কুমিল্লায় কিশোর শাহাদাত হোসেন হত্যায় সরাসরি জড়িত ছয়জনকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২০ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বার ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ আগস্ট) রাত থেকে শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে এ ঘটনায় কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ১২ সদস্যকে আটক করে পুলিশ।

রোববার (২১ আগস্ট) সকালে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর অধিনায়ক মো. সাকিব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ছয় মাস আগে ঈগল গ্রুপের সদস্যরা রতন গ্রুপের এক সদস্যকে মারধর করে। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এরই জের ধরে রতন গ্রুপের সদস্যরা শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে দেশীয় অস্ত্রসহ নগরীর আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সামনে ঈগল গ্রুপের সদস্যদের মারধর করে।

এ সময় ভিকটিম শাহাদাত দৌড়ে পালাতে না পারলে কিল, ঘুষি ও ছুরিকাঘাতে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খুনের ঘটনায় শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ৩৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করে নিহতের পরিবার। শাহাদাত নগরীর পুরাতন চৌধুরীপাড়ার হোমিও কলেজের পাশের গাংচর এলাকার প্রাইভেটকারচালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ১৫:১০:০৫   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ