এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

প্রথম পাতা » খেলা » এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত
শনিবার, ২০ আগস্ট ২০২২



---

হারারে ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ রেখেই সিরিজ নিশ্চিত করল ভারত। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৬১ রান তুলে রোডেশীয়রা। জবাবে খেলতে নেমে ১৪৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা।

ম্যাচের শুরুতে টস জিতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় দলনেতা লোকেশ রাহুল। টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের টপঅর্ডার ব্যাটাররা। ৩১ রানেই হারায় প্রথম চার উইকেট। ৭ রানে কাইতানো, ১৬ রানে কায়া, ২ রানে ম্যাধভের ও ২ রানে আউট হন রেগিস চাকাভা।

এরপর দলকে মোটামুটি ইনিংস এনে দিতে সাহায্য করে সিকান্দার রাজা, শেন উইলিয়ামস ও রায়ার্ন বার্লের ইনিংস। ১৬ রানে রাজা ও সর্বোচ্চ ৪১ রানে আউট হন উইলিয়ামস। আর ৩৯ রান করে অপরাজিত থাকেন বার্ল। এছাড়া জংওয়ে ৬, ইভান্স ৯, নিয়োচি শূন্য ও চিভাঙ্গা করেন ৪ রান।

রান তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার ও দলনেতা লোকেশ রাহুল। বক্তিগত খাতায় মাত্র ১ রানই তুলতে পারেন তিনি। আগের ম্যাচের দুই হাফ-সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান ও শুবমান গিল দুজনই করেন ৩৩ করে। আর দ্বীপক হুদা আউট হয়েছেন ব্যক্তিগত ২৫ রানে।

এরপর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসন। ৩৯ বলে ৪৩ রানে স্যামসন ও ৭ বলে ৬ রানে প্যাটেল অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন লুক জংওয়ে। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

বাংলাদেশ সময়: ২১:৫৭:২৭   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ