ভারতে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে হত্যা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে হত্যা
শুক্রবার, ১৯ আগস্ট ২০২২



---

টাকা নিয়ে দ্বন্দ্বে পরিবারের সদস্যদের দেওয়া আগুনে ঝলসে যাওয়া ৩৫ বছর বয়সী ভারতীয় স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এনডিটিভির বুধবারের (১৭ আগস্ট) প্রতিবেদনে জানা যায়, রাজস্থানের জয়পুরের এসএমএস হাসপাতালে মারা যান তিনি।

এ ব্যাপারে জয়পুরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ মনীষ আগরওয়াল জানান, আনিতা নামের ওই নারী মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে মারা যান। রায়সার পুলিশ স্টেশনের কাছাকাছি এলাকায় অবস্থিত গ্রামে ওই নারীর গায়ে আগুন দেওয়া হয়। ১০ আগস্ট আনিতা তার আত্মীয়দের কাছে পাওনা টাকা চাইলে তার গায়ে আগুন দেওয়া হয়। খবর এনডিটিভির।

অ্যাডিশনাল এসপি ধর্মেন্দ যাদভ বলেন, অভিযুক্তরা ওই নারীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে দেন। এই ঘটনায় তার আত্মীয়দের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের ভেতরে কয়েকজন নারীও আছেন। এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

কংগ্রেস সরকারকে উদ্দেশ করে বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেন, মুখ্যমন্ত্রী আইনের সুশাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, এটা কংগ্রেস আমলে প্রথম ঘটল না, এমন ঘটনা অহরহ ঘটছে।

তিনি আরও বলেন, প্রতিদিন রাজ্যে গড়ে ১৮টি ধর্ষণ এবং ৭টি হত্যার ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, অপরাধীদের ভেতর কোনো ভয় কাজ করছে না, কারণ তারা জানে কোনো বিচার হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১২:০৩:০৯   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ