রায়হান রাফির নতুন প্রেমের গুঞ্জন!

প্রথম পাতা » ছবি গ্যালারী » রায়হান রাফির নতুন প্রেমের গুঞ্জন!
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২



---

ঢাকাই সিনেমার আলোচিত নির্মাতা রায়হান রাফি। নির্মাণের মুন্সিয়ানা দেখিয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। সেই রাফি এবার আলোচনায় ব্যক্তিজীবন নিয়ে।

চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রায়হান রাফি। প্রায় বছর খানেক ধরে ছিল তাদের সম্পর্ক। রাফি-তমার সম্পর্ক নিয়ে শোবিজে আলোচনা কম হয়নি। যদিও প্রেমের সম্পর্ক সরাসরি স্বীকার করেননি এ জুটি।

তবে যা কিছু রটে, তার কিছুটা হলেও ঘটে- প্রবাদটি সত্য হয়েছে এ জুটির বেলাতেও। নিজের সিনেমায় তমাকে কাস্টিং ছাড়াও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের। সে ছবি নিজেরাই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নতুন খবর হলো- পরিচালক রায়হান রাফির নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। উত্তরানিবাসী এক নায়িকার সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছে! এক কান, দুই কান করে এটি ছড়িয়ে গেছে অনেকটাই। বিষয়টি জানেন তমা মির্জাও। এরপর থেকে শুরু হয়েছে রাফি-তমার মনোমালিন্য।

শুধু তাই না, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাফির সঙ্গে সব ছবি সরিয়ে নিয়েছেন তমা। তবে রাফির ইনস্টাগ্রামে এখনও তমার সঙ্গে ছবি দেখা গেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে সবশেষ তমার সঙ্গে ছবি শেয়ার করে রাফি ক্যাপশনে লিখেছেন, ‘তমা মির্জা আর পুটু’। তার সঙ্গে জুড়ে দিয়েছেন ‘লাভ’ ইমোজি।

প্রেমের সম্পর্কের ভাঙন নিয়ে জানতে চাওয়া হয়েছিল তমা মির্জার কাছে। সময় সংবাদকে তমা মির্জা বলেন, রাফিকে ডাবল অভিনন্দন। একটা তার নতুন সিনেমার জন্য, আরেকটা তার নতুন সম্পর্কের জন্য। রাফির সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর বাইরে এখন আর কিছু নাই। তার ব্যক্তিগতজীবন নিয়ে আমি জানি না। নতুন করে যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তাকেও অভিনন্দন।

শোনা যাচ্ছে, রাফির নতুন প্রেম শুরু হয়েছিল ‘সাত নম্বর ফ্লোর’ সিনেমা শুটিং থেকে। তমার ঘনিষ্ঠজনরাও বিষয়টি আঁচ করতে পেরেছেন। গুঞ্জন প্রসঙ্গে জানতে রাফির সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি তাকে।

এদিকে, রাফি-তমার সম্পর্ক কোনদিকে গড়ায় তা সময়ই বলে দেবে। তবে পরিচালকের কাছ থেকে আপাতত দূরত্ব মেনে চলছেন নায়িকা। বিষয়টি মোটামুটি পরিষ্কার বোঝা গেছে তমা মির্জার কথায়।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪০   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ