রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বুধবার, ১৭ আগস্ট ২০২২



---

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রংপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা ও মহানগর আওয়ামী লীগ বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপদেষ্টা মফিজার রহমান রাজু, রহিদুল ইসলাম বড়দা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাইদ সুমন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফখরুল হাসান লিউ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিবুর রহমান প্রামাণিক, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু, উপ-প্রচার সম্পাদক মাহমুদ হাসান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুর, সাধারণ সম্পাদক অ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক একে এম তানিম আহসান চপল, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সুরাইয়া আক্তার, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখুসহ শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রংপুর মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে রংপুর মহানগর মহিলা লীগ, মহিলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৪   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ