বিএনপি-জামায়াতকে মাঠে নামতে দেয়া হবে না - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি-জামায়াতকে মাঠে নামতে দেয়া হবে না - সমাজকল্যাণ মন্ত্রী
বুধবার, ১৭ আগস্ট ২০২২



---

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের উন্নয়ন দেখে তারেক জিয়াসহ তার নেতাদের বর্তমানে ঘাজ্বলছে। নতুন করে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে মাঠে নামতে চায়। তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে, তারা যেন মাঠে নামতে না পারে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ভোটমারী ও মদাতী ইউনিয়নে এক কর্মী সভায় এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন দেশের মানুষের কোন কষ্ট হতেই দেবে না। তাই দেশের মানুষের হতাশ হওয়ার কিছু নেই। দেশের মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত আমাদের থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছেন। তাই ওদের মাথা খারাপ। দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতেই তারা ষড়যন্ত্র করছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি-জামাতকে কখনোই মাঠে নামতে দেয়া হবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আর বেশি দিন সময় নেই। তাই আমাদের নতুন করে প্রস্তুত দিতে হবে। কোথায় কি সমস্যা আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আওয়ামী লীগের কর্মীরা আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। তবেই আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ভোটমারী ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলজার হোসেন বুসনিয়া,মদাতী ইউনিয়নের আ’লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) হিতেন্দ্র নাথ রায়,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, সহ-সভাপতি হবিবার রহমান হবি, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ইউনুছ, যুবলীগের সাধারণ সম্পাদক বাবু রমনী কান্ত রায়, মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবসহ উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৫   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ