আর্চারিতে তিন পদকের দিনে সোনা হারানোর বেদনা বাংলাদেশের

প্রথম পাতা » খেলা » আর্চারিতে তিন পদকের দিনে সোনা হারানোর বেদনা বাংলাদেশের
বুধবার, ১৭ আগস্ট ২০২২



---

ইসলামিক সলিডারিটি গেমসের আর্চারিতে দারুণ এক দিন কাটল বাংলাদেশের। বুধবার (১৭ আগস্ট) সকালেই জানা যায় রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের সুখবর। এর কিছু বাদেই পদক জয়ের খবর আসে রিকার্ভ মহিলা দলগত ইভেন্ট থেকেও। সেই ধারাবাহিকতায় মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টেও রুপা জয় করেছে বাংলাদেশ।

কমনওয়েলথ গেমসে ছিল না আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্ট। তাই সম্ভাবনা ছিল না পদক জয়েরও। তবে তুরস্কের কনিয়াতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি ইভেন্ট থাকায় সম্ভাবনা ছিল পদক জয়েরও। এখন পর্যন্ত এই গেমসে পদক এসেছেও আর্চারি থেকে।

বুধবার (১৭ আগস্ট) সকালে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে সৌদি আরবকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। রিকার্ভ পুরুষ দলে বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, সাগর ও আব্দুল হাকিম রুবেল।

একই সময়ে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়েছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার। এই ইভেন্টে অল্পের জন্য ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুট অফে হেরে যায় তারা। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে।

দুই ব্রোঞ্জের দিনে এসেছে রুপাও। আর্চারির কম্পাউন্ড নারী দলগত বিভাগে অবশ্য দলই ছিল দুটি। তাই পদক এখানে নিশ্চিতই ছিল। কিন্তু সোনার লড়াইয়ে সেখানে বাংলাদেশ হেরে গেছে স্বাগতিক তুরস্কের কাছে।

বাংলাদেশের তিন মেয়ে শ্যামলী রায়, রোকশানা আক্তার ও পুষ্পিতা জামান নিতে পারেননি ফাইনালের চাপ। তাই শুরুতেই হারান পথ। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। তাই স্বাগতিক তুরস্কের কাছে হেরে রুপা নিয়েই খুশি থাকতে হচ্ছে তাদের।

হারলেও অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। ২২৯-২২২ পয়েন্টের হারে তাই বেড়েছে আক্ষেপ।

এই আসরে এই প্রথম দলীয় বা ব্যক্তিগত ইভেন্টে প্রথম রুপা পেল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৭   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ